Inqilab Logo

ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২০, ১৫ আশ্বিন ১৪২৭, ১২ সফর ১৪৪২ হিজরী

সাভারে শুরু হলো এনআরবিসি ব্যাংকের ব্যাংকিং সেবা

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ৭ আগস্ট, ২০১৯, ৬:৫৯ পিএম

এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেড সকল ধরণের আধুনিক ব্যাংকিং সেবা নিয়ে সাভার বাসস্ট্যান্ডে শুরু করেছে ব্যাংকিং কার্যক্রম। বুধবার (৭ আগস্ট) প্রধান অতিথি হিসেবে এই ব্যাংকিং কার্যক্রমের উদ্বোধন করেন সাভার পৌরসভার মেয়র মো. আব্দুল গনি। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের পরিচালক মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম, একেএম মোস্তাফিজুর রহমান ও শেয়ারহোল্ডার আরিফ শিকদার। উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. মুখতার হোসেন, সাপোর্ট সার্ভিসেস এন্ড ব্রাঞ্চেস ডিভিশনের প্রধান মোহাম্মদ মোস্তাহাক, ব্যাংকের হেমায়েতপুর শাখা প্রধান মো. রাহাত সিদ্দিকী, নবীনগর শাখা প্রধান মো. ফয়সাল মাহমুদ, সাভার ব্যাংকিং বুথের ইনচার্জ মো. মারুফ হোসেন, গ্রাহক, ব্যবসায়ী এবং গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ব্যাংকের সম্মৃদ্ধি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, এনআরবিসি ব্যাংকের উল্লেখযোগ্য সেবার মধ্যে রয়েছে রেমিটেন্স সেবা, নগদ লেনদেন সুবিধা, ফান্ড ট্রান্সফার, ইউটিলিটি বিল (গ্যাস, পানি ও বিদ্যুৎ) বিল গ্রহণ, ডেবিট ও ক্রেডিট কার্ড সেবা, ইন্টারনেট ব্যাংকিং সেবা। এছাড়া, এই সকল সেবা এক সাথে পেতে রয়েছে মোবাইল অ্যাপস ‘প্লানেট’। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: এনআরবিসি ব্যাংক


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ