Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

কাশ্মীরের ভাঙন বিভাজন উসকে দেবে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৮ আগস্ট, ২০১৯, ১২:০১ এএম

ভারতের সংবিধান থেকে কাশ্মীরের বিশেষ মর্যাদা তুলে নেয়ার ঘটনার বিরোধিতা করেছে ভারতের কমিউনিস্ট পার্টি। এই পদক্ষেপের প্রতি অসন্তোষ জানিয়েছে কমিউনিস্ট পার্টির ছাত্র সংগঠন এসএফআই (স্টুডেন্টস ফেডারেশন অব ইন্ডিয়া)। ওই সংগঠনের তরফ থেকে আশঙ্কা প্রকাশ করে বলা হয়েছে যে, ভারতের এমন সিদ্ধান্তের কারণে হিন্দু-মুসলিম বিভাজন উসকে দিতে পারে। কাশ্মীরকে বিশেষ মর্যাদা দেয়া ৩৭০ অনুচ্ছেদ বাতিলের তীব্র বিরোধিতা করে ওই বিবৃতিতে বলা হয়েছে যে, জম্মু-কাশ্মীরকে বিশেষ রাজ্যের মর্যাদা দিয়েছিল ৩৭০ অনুচ্ছেদ। কিন্তু কাশ্মীরকে ভাগ করে জম্মু-কাশ্মীর ও আলাদা করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। এটা সংবিধান বিরোধী ও সম্পূর্ণ অবৈধ। এতে আরও বলা হয় ভারতের এই সিদ্ধান্ত গণতন্ত্র ও ভারতের আত্মার পরিপন্থী। এতে উত্তেজনা আরও বাড়বে। অবনতি হবে কাশ্মীর পরিস্থিতির। এর পাশাপাশি এই সিদ্ধান্ত হিন্দু-মুসলিম বিভাজনের রাজনীতিকে উসেকে দেবে। টাইমস অব ইন্ডিয়া।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ