Inqilab Logo

বৃহস্পতিবার, ২০ জানুয়ারী ২০২২, ০৬ মাঘ ১৪২৮, ১৬ জামাদিউস সানি ১৪৪৩ হিজরী
শিরোনাম

পাবনায় বিলের পানিতে ডুবে শিশুর মৃত্যু

পাবনা থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৮ আগস্ট, ২০১৯, ৪:২১ পিএম

পাবনার বেড়া উপজেলায় দাদার সাথে পাট জাগ দেওয়া দেখতে গিয়ে ৫ বছরের নাতী বিলের পানিতে ডুবে মারা গেছে। বুধবার সন্ধ্যার আগে তার লাশ উদ্ধার করা হয়।
সে বেড়া উপজেলার চাকলা ইউনিয়নের খাগছাড়া গ্রামের শাহাদত হোসেনের পুত্র স্বাধীন তার দাদা তৈয়ব আলীর সাথে বিলে পাট জাগ দেওয়া দেখেতে যায়। তাকে বিলের পাশে বসিয়ে দাদা ও অন্য কৃষি শ্রমিকরা পাট জাগ দেওয়া কাজ করছিলেন। সবার অজান্তে স্বাধীন বিলে পড়ে ডুবে যায়। পাট জাগ দেওয়া শেষ করে পাড়ে নাতীকে দেখতে না পেয়ে আশপাশে খোঁজাখুঁজি করা হয়।
পরে বিলের পানিতে ডুবে খুঁজতে শুরু করা হয় স্বাধীনকে। সন্ধ্যার প্রাক্কলে তার লাশ উদ্ধার করা হয়। তাকে পাবনা বেড়া স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

  

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পানিতে ডুবে মৃত্যু


আরও
আরও পড়ুন