Inqilab Logo

রোববার, ২৮ নভেম্বর ২০২১, ১৩ অগ্রহায়ণ ১৪২৮, ২২ রবিউস সানী ১৪৪৩ হিজরী

নিউজিল্যান্ডের বিপক্ষে শ্রীলঙ্কার টেস্ট দল

ফিরলেন চান্ডিমাল ও আকিলা

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৯ আগস্ট, ২০১৯, ৬:৩৭ পিএম

ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজে শ্রীলঙ্কা দলে পুনরায় ডাক পেয়েছেন সাবেক অধিনায়ক দিনেশ চান্ডিমাল। দীর্ঘ ছয়মাস নির্বাসিত থাকা এই উইকেটরক্ষক ব্যাটসম্যানকে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের ১৫ সদস্যের দলে অন্তর্ভুক্ত করা হয়েছে।

দলে ফিরিয়ে আনা হয়েছে সন্দেহজনক বোলিং অ্যাকশনের কারণে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নিষেধাজ্ঞায় পড়া আকিলা ধনঞ্জয়াকেও। বোলিং অ্যাকশন শুধরে নিয়েছেন এ স্পিনার।

আগামী বুধবার গলে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। আগামী ২২ আগস্ট কলোম্বোতে শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টের দল পরে ঘোষণা করা হবে।

শ্রীলঙ্কা সফরে একটি ৩ ম্যাচের টি-২০ সিরিজেও খেলবে নিউজিল্যান্ড। আগামী ৩১ আগস্ট প্রথম এবং ২ ও ৬ সেপ্টেম্বর যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় টি-২০ অনুষ্ঠিত হবে।

শ্রীলঙ্কা স্কোয়াড : দিমুথ করুনারতেœ (অধিনায়ক), অ্যাঞ্জেলো ম্যাথিউস, দিনেশ চান্ডিমাল, লাহিরু থিরিমান্নে, কুশল মেন্ডিস, কুশল পেরেরা, নিরোসান ডিকবেলা, ধনঞ্জয়া ডি সিলভা, আকিলা ধনঞ্জয়া, লাসিথ এমবুলডেনিয়া, সুরঙ্গ লাকমাল, লাহিরু কুমারা, ওশাদা ফার্নেন্দো, লক্ষন সান্দাকান ও বিশ্ব ফার্নান্দো। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নিউজিল্যান্ড- শ্রীলঙ্কা
আরও পড়ুন