Inqilab Logo

ঢাকা শনিবার, ২৩ জানুয়ারি ২০২১, ০৯ মাঘ ১৪২৭, ০৯ জামাদিউস সানী ১৪৪২ হিজরী

পাবনা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের কনটেইনারে আগুন

পাবনা থেকে স্টাফ রিপোর্টার ও ঈশ্বরদী রিপোর্টার | প্রকাশের সময় : ৯ আগস্ট, ২০১৯, ৭:৩৮ পিএম

পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে ভেতরে কনটেইনারে ওয়েল্ডিং কাজের সময় অগ্নিকান্ডের ঘটনা ঘটে। অল্পের জন্য বড় ধরণের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের নির্মাণাধীন একটি অফিস। এই ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
সূত্র জানায়, নির্মাণাধীন রূপপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের সাব ঠিকাদার প্রতিষ্ঠান ম্যাক্স কোম্পানীর ২৯ নম্বর অফিস নির্মাণ কাজে ওয়েল্ডিং করার বৈদ্যতিক শর্ট সার্কিট হলে আগুন লেগে যায়। এতে বেশ কিছু মালামাল পুড়ে যায়। তবে প্রাণহানীর কোন ঘটনা ঘটেনি। ঈশ্বরদী ফায়ার সার্ভিস তাৎক্ষণিকভাবে ঘটনা স্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
পাবনার ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ বাহাউদ্দিন ফারুকী, পিপিএম,বিপিএম বিষয়টি নিশ্চিত করে জানান, এই ঘটনায় কোন প্রাণহানীর ঘটনা ঘটেনি। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ