Inqilab Logo

শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

লাকসাম পৌরসভার বাজেট ঘোষণা

প্রকাশের সময় : ৯ জুন, ২০১৬, ১২:০০ এএম

লাকসাম (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা : লাকসাম পৌরসভার ২০১৬-১৭ অর্থবছরের ৭৭ কোটি ৩৬ লাখ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। লাকসাম পৌরসভার নবনির্বাচিত মেয়র অধ্যাপক আবুল খায়ের সংবাদ সম্মেলনে এ বাজেট ঘোষণা করেন। বাজেটে মোট আয় ধরা হয়েছে ৭৭ কোটি ৩৬ লাখ ৮০ হাজার ৮৯০ টাকা। ব্যয় ধরা হয়েছে ৭৬ কোটি ৪০ লাখ ২৫ হাজার টাকা। বাজেটে রাজস্ব আয় ধরা হয়েছে ১৫ কোটি ৬২ লাখ ৬৯ হাজার ৫৮০ টাকা। রাজস্ব ব্যয় ধরা হয়েছে ১৫ কোটি ১৫ হাজার টাকা। উন্নয়ন আয় ধরা হয়েছে ৬০ কোটি ২১ লাখ ৮ হাজার ৫৪৪ টাকা। উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ৬০ কোটি ১০ হাজার টাকা। এবারের বাজেটে রাস্তা নির্মাণ খাতে সর্বোচ্চ ৩০ কোটি টাকা বরাদ্দ ধরা হয়েছে। এছাড়া, পানি নিষ্কাশন ও জলাবদ্ধতা নিরসনে ড্রেনেজ খাতে ৮ কোটি টাকা, বিশুদ্ধ পানি সরবরাহ খাতে ৪ কোটি টাকা বরাদ্দ ধরা হয়। এছাড়াও পৌর সুপার মার্কেট নির্মাণ খাতে ৪ কোটি টাকা, অবকাঠামো মেরামত ও সংরক্ষণ খাতে ১ কোটি ৬০ লাখ টাকা ও রক্ষণাবেক্ষণে ভ্রাম্যমাণ টিমের জন্য ৫৫ লাখ টাকা, ড্রেন পরিষ্কার, মেরামত ও রক্ষণাবেক্ষণের জন্য ৪৫ লাখ টাকা বরাদ্দ ধরা হয়। বাজেট ঘোষণাকালে মেয়র অধ্যাপক আবুল খায়ের বলেন, এবার প্রথমবারের মতো এ পৌরসভায় বসবাসরত সব মুক্তিযোদ্ধার পৌরকর মুক্ত করা হয়েছে। পৌরসভা মিলনায়তনে সংবাদ সম্মেলনে বাজেট ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, লাকসাম বাজার ব্যবসায়ী সমিতির সধারণ সম্পাদক ও প্রেস ক্লাবের সভাপতি তাবারক উল্ল্যাহ কায়েস, পৌর কাউন্সিলর বাহার উদ্দিন, আবদুল আলিম দিদার, মো: শাহআলম, আফতাব উল্লাহ চৌধুরী ঝন্টু, গোলাম কিবরিয়া সুমন, খলিলুর রহমান, শাহজাহান মজুমদার, মোহাম্মদ উল্লাহ, ওমর আলী, সংরক্ষিত নারী কাউন্সিলর নাসিমা সুলতানা, সালমা আক্তার সুমি, মোশফেকা আলম মিতা, পৌর সচিব আলাউদ্দিন, নির্বাহী প্রকৌশলী এ কে এম গোলাম মহিউদ্দিন, হিসাবরক্ষণ কর্মকর্তা আকতার হোসেন, প্রধান সহকারী আবুল খায়ের, ক্যাশিয়ার আবুল খায়ের প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: লাকসাম পৌরসভার বাজেট ঘোষণা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ