Inqilab Logo

মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০৩ বৈশাখ ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

রাজধানীর ঈদ জামাত

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১১ আগস্ট, ২০১৯, ১২:০০ এএম

রাজধানীর ঈদ জামাতের সকল প্রস্তুুতি সম্পন্ন করা হয়েছে। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে জাতীয় ঈদগাহ ময়দানে সকাল ৮ টায় দেশের প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হবে। এতে মহিলাদের জন্য পৃথক নামাজের ব্যবস্থা করা হয়েছে। বিদেশী কূটনৈতিকদের জন্যও সুব্যবস্থা করা হয়েছে। এতে ইমামতি করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান।
বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পাঁচটি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। এর মধ্যে প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টায়। এরপর দ্বিতীয় জামাত সকাল ৮টায়, তৃতীয় জামাত সকাল ৯টায়, চতুর্থ জামাত সকাল ১০টায় এবং পঞ্চম ও শেষ জামাত সকাল পৌনে ১১টায় অনুষ্ঠিত হবে। মহাখালিস্থ মসজিদে গাউছুল আজম কমপ্লেক্সেও একাধিক ঈদ জামাত অনুষ্ঠিত হবে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের উদ্যোগেও বিভিন্ন ঈদগাহ ও মাঠে ঈদ জামাতের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। কিশোরগঞ্জের শোলাকিয়ায় দেশের বৃহৎ ঈদ জামাত অনুষ্ঠিত হবে।
এছাড়া ঈদুল আযহায় দেশব্যাপী জেলা ও মহানগর আওতাধীন উপজেলা, পৌরসভা ও থানা পর্যায়ে জাকের পার্টির উদ্যোগে ৩ শতাধিক ঈদ জামাত অনুষ্ঠিত হবে। রাজধানী ঢাকায় বনানী বেছালত পাক দরবার শরীফে ঈদুল আযহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে। জাকের পার্টি চেয়ারম্যান পীরজাদা মোস্তফা আমীর ফয়সল মুজাদ্দেদী এ জামাতে ঈদের নামাজ আদায় করবেন।
সকাল ৭টার জামাত
বায়তুল মোকাররম জাতীয় মসজিদ, গুলশান সেন্ট্রাল এবং ঈদগাহ ময়দান, হাজারীবাগ পার্ক, সায়দাবাদ আরজুশাহ পাক দরবার শরীফ বড় জামে মসজিদ, উত্তর-পূর্ব মুগদা মগিনাবাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদ, ডেমরা পূর্ব বক্সনগর দারুননাজাত সিদ্দিকীয়া কামিল মাদরাসা জামে মসজিদ, নারায়ণগঞ্জ ফতুল্লার উত্তর নরসিংপুর বায়তুন নূর জামে মসজিদ, হাজী শরীয়াত উল্লাহ তাহফিজ আল কুরআনুল কারিম মাদরাসা ময়দান,
সোয়া ৭টার জামাত
রাজধানীর পশ্চিম রামপুরা ওয়াপদা রোড মোহাম্মদীয়া দারুল উলুম মসজিদ,
সকাল সাড়ে ৭টার জামাত
ঢাকা বিশ্ববিদ্যালয় খেলার মাঠ, বাড্ডানগর জামে মসজিদ, দক্ষিণ মুগদা রসূল বাগ জামে মসজিদ ব্যাংক কলোনী, আরজু শাহ সায়েদাবাদ বড় জামে মসজিদ,
সকাল ৮টার জামাত
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ, নীলক্ষেত বাবুপুরা শাহ সাহেব বাড়ী মরিয়ম বিবি শাহী মসজিদ, সরকারি মাদরাসা-ই-আলিয়ার মাঠ, খানকাহ আবুল উলাইয়া (বারগাহে সোহায়েলীয়া) সাত রওজা ঢাকা, সিদ্ধেশ্বরী হাইস্কুল জামে মসজিদ, কেরাণীগঞ্জ ধর্মশুর হামিদীয়া মাদরাসা , নারিন্দা মশুরীখোলা দরবার শরীফ জামে মসজিদ, গেন্ডারিয়া ধূপখোলাস্থ মাঠ মেয়র মোহাম্মদ সাঈদ খোকন কমিউনিটি সেন্টার, আরমানীটোলা তারা মসজিদ, রুপগঞ্জ পূর্বগ্রাম-বাউলিয়াপাড়া ঈদগাহ ময়দান, হাজারীবাগ পার্ক, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ, সলিমুল্লাহ মুসলিম হল মেইন গেইট সংলগ্ন মাঠ, ড. মুহম্মদ শহীদুল্লাহ হল লনে, উত্তর নীলক্ষেত ও গিয়াসউদ্দিন আহমেদ আবাসিক এলাকার বায়তুস সালাম জামে মসজিদ, মুন্সিগঞ্জের শ্রীনগরের তন্তর পুরাতন জামে মসজিদ, ব্রা²ণখোলা মালিবাগান জামে মসজিদ, কুসুমপুর জামে মসজিদ, উত্তরগাঁও ঈদগাহ ময়দান, দক্ষিণ কেরাণীগঞ্জের মীরেরবাগ বালুরচর জামে মসজিদ, ইকুরিয়া ঈদগাহ ময়দান, জিঞ্জিরা ঈদগাহ ময়দান, ধর্মশুর কবরাস্থান ঈদগাহ ময়দান, সুলতান শাহ (রহ.) মাদবরবাড়ী জামে মসজিদ, নারায়নপটি বেলনা নতুন ঈদগাহ ময়দান, মুগারচর ফজলুল উলুম হাফিজিয়া মাদরাসা ময়দান, মুন্সিগঞ্জের শ্রীনগরের তন্তর বাজার জামে মসজিদ, সায়দাবাদ আরজুশাহ পাক দরবার শরীফ বড় জামে মসজিদ,
সাড়ে ৮টার জামাত
গুলশান সেন্ট্রাল এবং ঈদগাহ ময়দান , হাজারীবাগ পশ্চিম ভাগলপুর শাহ মস্তান জামে মসজিদ, দক্ষিণ মুগদা রসূলবাগ জামে মসজিদ ব্যাংক কলোনী, আরজু শাহ সায়েদাবাদ বড় জামে মসজিদ,
সকাল ৯টার জামাত
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ, সায়দাবাদ আরজুশাহ পাক দরবার শরীফ বড় জামে মসজিদ, ও এতিমখানা ঈদগাহ ময়দান,
সাড়ে ৯টার জামাত
আরজু শাহ সায়েদাবাদ বড় জামে মসজিদ,

১০টার জামাত
নীলক্ষেত বাবুপুরা শাহ সাহেব বাড়ী মরিয়ম বিবি শাহী মসজিদ ও ফরিদপুরে বিশ্ব জাকের মঞ্জিল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ