Inqilab Logo

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিরলে ট্রেনে কাটা পড়ে মহিলার মৃত্যু

বিরল (দিনাজপুর) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ১১ আগস্ট, ২০১৯, ১২:০০ এএম

বিরলে ট্রেনে কাটা পড়ে ২ সন্তানের জননীর মৃত্যু হয়েছে। সে উপজেলার সদর ইউপির রবিপুর গ্রামের মৃত আজিজুর রহমানের কন্যা এবং ধামইড় ইউপির বাজনাহার গ্রামের ইউসুফ আলীর স্ত্রী অর্ণি বেগম (২২)। শনিবার সকাল ১১ টার দিকে বিরল স্টেশন থেকে ছেড়ে যাওয়া বুড়িমারীগামি কমিউটার ট্রেনে ঝাড়পুকুর এলাকায় সে ট্রেনে কাটা পড়ে মারা যায়। বিষয়টি দিনাজপুর জিআরপি থানার এসআই ইমাদুল জাহেদী নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, অর্ণির স্বামী ইউসুফ আলী একটি হত্যা মামলায় জেলে থাকার কারণে অর্ণি ছোট ২ সন্তানকে নিয়ে প্রায় ২ বছর আগে রবিপুর পিতার বাড়িতে ওঠে। অর্ণি বিরল রূপালী বাংলা জুট মিলের কর্মচারি ছিল। শনিবার সকালে সে দিনাজপুর শহরে যাবার উদ্দেশ্যে পিতার বাড়ি থেকে বের হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ