Inqilab Logo

বুধবার, ০৮ ডিসেম্বর ২০২১, ২৩ অগ্রহায়ণ ১৪২৮, ০৩ জামাদিউল আউয়াল ১৪৪৩ হিজরী

পীরগাছায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের দ্বার উন্মোচনে বাণিজ্যমন্ত্রী

পীরগাছা (রংপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৪ আগস্ট, ২০১৯, ৬:১৫ পিএম

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি তার নির্বাচনী এলাকা রংপুরের পীরগাছায় দিনব্যাপী ব্যস্ত সময় পার করেছেন। তিনি বুধবার বিকেল ৫টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের দ্বার উন্মোচন করেন। পরে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন। এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মাহবুবার রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ মিলন ও উপজেলা প্রকৌশলী নুরুল ইসলামসহ স্থানীয় নেতাকর্মীরা।
এর আগে সকালে উপজেলার তাম্বুলপুর ইউনিয়নে ভোলানাথ হাটের দ্বিতল ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন, একটি এতিমখানা ও একটি মসজিদের ছাদ ঢালাই কাজের উদ্বোধন করেন।
দুপুরে উপজেলার কল্যাণী ইউনিয়নের নব্দিগঞ্জ বাজারে অপু মুনশি হিমাগারে নির্বাচনী এলাকার জনসাধারণের সাথে ঈদপূণর্মিলনী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এতে পীরগাছা ও কাউনিয়া উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। এছাড়াও এলাকার একাধিক সেচ্ছাসেবী সংগঠনের ভবন উদ্বোধন ও ভিত্তি প্রস্তর স্থাপন করেন।

  

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাণিজ্যমন্ত্রী

৬ ডিসেম্বর, ২০২১

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ