Inqilab Logo

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

চলচ্চিত্রের নতুন জুটি বাপ্পি-রাফিয়া তিশা

প্রকাশের সময় : ৯ জুন, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : বর্তমানে সাইবার ক্রাইমের ভয়াবহতা বৃদ্ধি, জনজীবনে এর ভয়ঙ্কর প্রভাব এবং এ সম্পর্কে সামাজিক সচেতনতা তৈরি লক্ষ্য নিয়ে এবার নির্মিত হতে যাচ্ছে সিনেমা। ‘গোপন সংকেত’ নামে এই সিনেমাটি পরিচালনা করবেন তাজুল ইসলাম। সিনেমাটির চিত্রনাট্য ও সংলাপ রচনা করেছেন ছটকু আহমেদ। আর এই সিনেমায় হালের জনপ্রিয় নায়ক বাপ্পি চৌধুরীর সঙ্গে জুটি বাঁধছেন নবাগত রাফিয়া তিশা। এই সিনেমায় আরো অভিনয় করবেন অমিত হাসান, সিয়াম খান, মৌমিতা, রেহানা জলি, এলভিন, হারলিন, টুটুল এবং রোহান। পিকক্ মাল্টিমিডিয়ার প্রযোজনায় সিনেমাটির সার্বিক তত্ত্বাবধানে আছেন জিয়াউদ্দিন খান। সিনেমাটির সঙ্গীত পরিচালনা করছেন আহম্মেদ হুমায়ূন। সিনেমার ৬টি গানের মধ্যে ইতোমধ্যে ১টি গানের রেকর্ডিং সম্পন্ন হয়েছে। তারিক তুহিনের লেখা গানটি গেয়েছেন কলকাতার শিল্পী কল্পনা পাটোয়ারী এবং হুমায়ূন। এছাড়াও কলকাতার জনপ্রিয় গীতিকার প্রসেন চৌধুরীর লেখা একটি গানের রেকর্ডিং খুব শিগগিরই সম্পন্ন হবে। গানগুলোর কাজের পাশাপাশি খুব শিগগিরই শুটিং শুরু হবে সিনেমাটির। ইতোমধ্যে বাপ্পির সঙ্গে রাফিয়া তিশা ফটোশুটেও অংশ নিয়েছেন। সিনেমাটির পরিচালক তাজুল ইসলাম বলেন, ‘বর্তমানে আধুনিক বিশ্বের একটি বড় আতঙ্কের নাম সাইবার ক্রাইম। আমি এই বিষয়টিকে নিয়েই সিনেমাটি তৈরি করতে যাচ্ছি। সামাজিক সচেতনতা বৃদ্ধির পাশাপাশি আন্তর্জাতিক মানসম্পন্ন সিনেমা নির্মাণের লক্ষ্য নিয়েই আমি পথচলা শুরু করছি।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চলচ্চিত্রের নতুন জুটি বাপ্পি-রাফিয়া তিশা
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ