Inqilab Logo

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

কাপ্তাইয়ে আসছে পাহাড়ি পাঁঠা

কাপ্তাই (রাঙামাটি) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৭ আগস্ট, ২০১৯, ১২:০২ এএম

মুসলমানদের পবিত্র ঈদুল আযহার পরেই হতে যাচ্ছে হিন্দু সম্প্রদায়ের মনসা (পাঠা) বলি পূজা। পার্বত্য এলাকা হতে ইতোমধ্যে ইঞ্জিনচালিত ভোট ভর্তি করে ট্রাকে-ট্রাকে বিভিন্ন ধরনের পাঠা ছাগল আসতে শুরু করেছে কাপ্তাই নতুনবাজার সংলগ্ন মাঠে। শুরু হয়েছে হিন্দু সম্প্রদায়ের পাঠা কিনার ধুম। এবার পাহাড় থেকে প্রচুর পরিমান পাঠা ছাগল আসতে শুরু করেছে। তবে কয়েকজন ক্রেতার নিকট জানতে চাওয়া হল দাম কেমন জবাবে মনোরঞ্জন দাশ, সুমন দাশ বলে পূর্বের তুলনায় এবার দাম অনেক কম মনে হয়। এবার প্রচুর পরিমান পাঠা ছাগল বাজারে দেখা যায়। তবে দামও নাগালের মধ্যে আছে বলে উল্লেক করেন। পাহাড় হতে পাঠা ছাগল বিক্রয় করতে আনা ব্যবসয়ী আম্মর আলী বলেন, পূর্বের তুলনায় এবার পাহাড়ি পাঠা অনেক বেশি উঠেছে। দাম হাতের নাগালে আছে বলে মন্তব্য করে। কাপ্তাই নতুনবাজার বিক্রয় করতে আনা একটি পাঠা ছাগলের দাম উঠেছে ৬৬ হাজার টাকা। কিন্ত বিক্রয় করেছে ৩৩ হাজার টাকা দিয়ে। প্রতিদিন মিনি ট্রাক ভর্তি করে কাপ্তাই হতে বিভিন্ন উপজেলায় পাঠা নিয়ে যাওয়ার দৃশ্য দেখা যায়। আগামীকাল রোববার হিন্দু সম্প্রদায়ের পাঠা বলি শুরু হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ