Inqilab Logo

ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২০, ০১ শ্রাবন ১৪২৭, ২৪ যিলক্বদ ১৪৪১ হিজরী

অভিনয়ে অভিষেক শাহরুখকন্যা সুহানার

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৭ আগস্ট, ২০১৯, ১২:০১ এএম

এমনই তো হবার কথা ছিল। তার বাবা বলিউডের শীর্ষ তারকাদের একজন আর মাও কখনও জনসমক্ষে আড়ষ্ট ছিলেন না। আর তার নিজেরও শোবিজে আগ্রহ ছিল যথেষ্ট বরাবর। শাহরুখ খান আর গৌরি খানের কন্যা সুহানা খানের সা¤প্রতিক এক্সপোজারই আভাস দিচ্ছিল তিনি শোবিজে আসবেনই তা যে ভূমিকায়ই হোক। অন্য ভূমিকায় নয় তিনি বাবার পদাঙ্কই অনুসরণ করলেন। কিং খান শাহরুখের ১৯ বছর বয়সী কন্যা সুহানার অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে, তবে তা বলিউডে নয়। তারই সহপাঠী থিওডর জিমেনোর স্বল্পদৈর্ঘ্য ইংরেজি চলচ্চিত্র ‘দ্য গ্রে পার্ট অফ ব্ল’ দিয়ে অভিনয়ে পদচারণা শুরু করলেন সুহানা। সুহানা সম্প্রতি থিওডরের সঙ্গে লন্ডনের আরডিংলি কলেজ থেকে স্নাতক হয়েছেন। সম্প্রতি তারা চলচ্চিত্রটির প্রথম দিনের শুটিং করেছেন। এতে আরও অভিনয় করেছেন রবিন গোনেলা। সুহানা আর রবিন শুটিংয়ের কয়েকটি আলোকচিত্র তাদের ইনস্টাগ্রাম পেইজে শেয়ার করেছেন। ছবিগুলো ইতোমধ্যে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। জানা গেছে, সুহানা এরই মধ্যে একটি মঞ্চনাটকে কাজ করেছেন এবং মঞ্চনাটকে তার আগ্রহ আছে। বলিউডে তার অভিষেক নিয়েও আলাপ চলছে। পাশাপাশি সুহানার বড় ভাই আরিয়ান ‘দ্য লায়ন কিং’য়ের হিন্দি সংস্করণে কেন্দ্রীয় চরিত্রে সিম্বার ভয়েস ওভার করেছেন আর তাদের বাবা শাহরুখ দিয়েছেন সিম্বার বাবা মুফাসার ভয়েস। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন