Inqilab Logo

ঢাকা, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০১৯, ২ আশ্বিন ১৪২৬, ১৭ মুহাররম ১৪৪১ হিজরী।

মুক্তি পেয়েছে কাঙালিনী সুফিয়ার মিউজিক ভিডিও

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৭ আগস্ট, ২০১৯, ১২:০১ এএম

মুক্তি পেয়েছে কাঙালিনী সুফিয়ার নতুন মিউজিক ভিডিও প্রেমিক বাঙাল। রূপ নাকি গুণ? কোনটির কদর করবেন আপনি? গানে গানে এই পুরনো বিতর্ক তুলে আনা হয়েছে গানটিতে। ওরে ও প্রেমিক বাঙাল/ হইসনা তুই রূপের কাঙাল’- এমন কথার গানটি লিখেছেন সোমেশ্বর অলি। মার্সেলের সুর-সংগীতে এতে কাঙালিনী ও কণার পাশাপাশি কণ্ঠ দিয়েছেন তিনি নিজেও। সিএমভির প্রযোজনায় প্রতিষ্ঠানটির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে গানটির ব্যয়বহুল ভিডিও উন্মুক্ত হয়েছে। গল্পধর্মী বড় বাজেটের এই ভিডিওতে রয়েছে নানা চমক। রাজু রাজের পরিচালনায় প্রেমিক বাঙাল-এ মডেল হয়েছেন কাঙালিনী নিজেই। চমক হয়ে আরও আছেন নৃত্যশিল্পী ও মডেল হৃদি শেখ, শিল্পী-সুরকার মার্সেল ও একদল নৃত্যশিল্পী। প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, সব মিলিয়ে এই প্রজেক্টটি হতে যাচ্ছে উৎসবের এক গান, থাকছে চলমান সময় নিয়ে বিশেষ বার্তাও। বার্ধক্যজনিত নানা রোগে ভুগছেন কিংবদন্তী কণ্ঠশিল্পী কাঙালিনী সুফিয়া। দীর্ঘদিন পর তাকে পাওয়া গেছে নতুন গান ও ভিডিওতে। এ নিয়ে উচ্ছ¡সিত এই শিল্পী বলেন, মার্সেল অনেক যত্ম নিয়ে এই গানটি তৈরি করেছে। ভিডিওতে আমাকে অন্যরকমভাবে তুলে ধরা হয়েছে। এভাবেই নতুনকরে বাঁচতে চাই আরও কিছুটা সময়, শোনাতে চাই ভিন্নস্বাদের গান। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন