Inqilab Logo

শুক্রবার, ২৮ জানুয়ারী ২০২২, ১৪ মাঘ ১৪২৮, ২৪ জামাদিউস সানি ১৪৪৩ হিজরী

গোপালগঞ্জে বাসচাপায় শিশুর মৃত্যু

গোপালগঞ্জ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৭ আগস্ট, ২০১৯, ২:১৩ পিএম

গোপালগঞ্জ শহরের কুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় বাসচাপায় আরমান শেখ (১০) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে।

আজ শনিবার সকালে জেলা এ দুর্ঘটনা ঘটে। আরমান নড়াইল জেলার নড়াগাতি থানার নলামারা গ্রামের আলামিন শেখের ছেলে।

গোপালগঞ্জ সদর থানার ওসি মনিরুল ইসলাম জানান, ঈদের ছুটি শেষে গ্যারেজের কাজে যোগ দিতে বড় ভাইয়ের সঙ্গে সকালে নিজ বাড়ি থেকে শহরের ওই বাসস্ট্যান্ড এলাকায় আসে আরমান। পরে রাস্তা পার হওয়ার সময় ঢাকাগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেসের যাত্রীবাহী একটি বাস আরমানকে চাপা দেয়। এ অবস্থায় গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের লাশ উদ্ধার করে ময়না-তদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সড়ক দুর্ঘটনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ