Inqilab Logo

ঢাকা, সোমবার, ১৪ অক্টোবর ২০১৯, ২৯ আশ্বিন ১৪২৬, ১৪ সফর ১৪৪১ হিজরী

গাজীপুরে বিস্ফোরণে দগ্ধ ৩, ঢামেকে ভর্তি

গাজীপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৭ আগস্ট, ২০১৯, ২:২৭ পিএম

গাজীপুর সিটি করপোরেশনের মেট্রো সদর থানাধীন কাথরা মন্ডলবাড়ি এলাকায় একটি বাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে তিন জন দগ্ধ হয়েছেন। তাদের গুরুতর অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ শনিবার ভোরে বিস্ফোরণের এ ঘটনা ঘঠে। দগ্ধরা হলেন- নূর মোহাম্মদ (৮০), ইয়াকুব আলী মন্ডল (৬০) ও আকলিমা খাতুন (৫০)।
পুলিশ ও স্থানীয়রা জানান, কাথরা মন্ডলবাড়ি এলাকার ইয়াকুব আলী মন্ডলের বাড়িতে বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে তিন জন দগ্ধ হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতাল নিয়ে যান। তবে কী বিস্ফোরণে তারা দগ্ধ হয়েছেন সে বিষয়ে প্রাথমিক কোনো তথ্য জানা যায়নি। পুলিশ বিষয়টি তদন্ত করছে।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, তিন জনকে দগ্ধ অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। এদের মধ্যে নূর মোহাম্মদ ২৫ শতাংশ, ইয়াকুব আলী মন্ডল ১০০ শতাংশ ও আকলিমা খাতুন ৯৫ শতাংশ পুড়ে গেছেন। তাদের দুই জনের অবস্থা আশঙ্কাজনক। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দগ্ধ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ