Inqilab Logo

মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০৩ বৈশাখ ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

ট্যারান্টিনোকে ব্রুস লির কন্যা : চুপ থাকুন বা ক্ষমা চান

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৮ আগস্ট, ২০১৯, ১২:০২ এএম

সর্বশেষ চলচ্চিত্র ‘ওয়ান্স আপন এ টাইম ইন হলিউড’-এ ব্রুস লিকে উপস্থাপন এবং তাকে নিয়ে মন্তব্য করার কারণে পরিচালক কুয়েন্টিন ট্যারান্টিনো লির কন্যা শ্যানন লি’র কঠোর মন্তব্যের শিকার হয়েছেন। ট্যারান্টিনো ব্রুস লিকে ‘দাম্ভিক’ বলে মন্তব্য করেন। ট্যারান্টিনোকে যারা এই ব্যাপারে সমালোচনা করেছেন তাদের মধ্যে আরও আছেন লি’র সহচর ও অনুসারী ড্যান ইনোসান্তো। শ্যানন ও ড্যান চলচ্চিত্রটিতে ব্র্যাড পিট রূপায়িত ক্লিফ বুথের সঙ্গে ব্রুস লি চরিত্রের মারামারির দৃশ্যের সমালোচনা করেছেন। শ্যানন অ্যামেরিকান এন্টারটেইনমেন্ট সাময়িকীকে বলেছেন,“ তার চুপ থাকা উচিত। এটাই ভাল হয়। অথবা তিনি ক্ষমা চাইতে পারেন বা বলতে পারেন,‘আমি ঠিক জানি না ব্রুস লি কেমন মানুষ ছিলেন। আমি আমার চলচ্চিত্রের জন্য যা মনে আসে তাই লিখেছি। তবে, তিনি সেরকম তা ভাবার কোনও কারণ নেই’।” মস্কোতে ট্যারান্টিনো এক সংবাদ সম্মেলনে বলেন, “ব্রুস লি ছিলেন এক ধরণের দাম্ভিক মানুষ। আমি বিষয়টি নিজে তৈরি করে লিখিনি। আমি নিজে তাকে এমন কথা বলতে শুনেছি। যদি মানুষ বলে, ‘তিনি কখনও বলেননি মোহাম্মদ আলিকে হারাতে পারব’, আমি বলব তিনি অবশ্যই বলেছিলেন। শ্যানন বলেন, “আমার বাবার আত্মবিশ্বাসকে দম্ভ বিবেচনা করা ঠিক নয়।”

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ