Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

গ্যাস কোম্পানিকে ৯ বিলিয়ন ডলার দেবে নাইজেরিয়া

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৮ আগস্ট, ২০১৯, ১২:০১ এএম

একটি ছোট বেসরকারি গ্যাস কোম্পানিকে ৯০০ কোটি ডলার দিতে নাইজেরিয়ার সরকারকে আদেশ দিয়েছেন ব্রিটিশ এক বিচারক। পিএন্ডআইডি নামের ওই কোম্পানিটি ২০১০ সালে নাইজেরিয়ার সঙ্গে একটি প্রাকৃতিক গ্যাস প্লান্ট নির্মাণের চুক্তি করেছিল, কিন্তু দুই বছর পর চুক্তিটি বাতিল হয়। নাইজেরিয়া সরকার তাদের গ্যাসের যোগান দিতে পারে নাই বা যে পাইপলাইন তারা নির্মাণ করবে বলে প্রতিশ্রুতি দিয়েছিল তা করেনি, এমন অভিযোগে নাইজেরিয়া সরকারের বিরুদ্ধে তখন মামলা করে পিএন্ডআইডি, জানিয়েছে বিবিসি। ২০১৭ সালে প্রথম ওই কোম্পানিকে ৬৬০ কোটি ডলার দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল, কিন্তু লন্ডনের আদালতটি এখন সুদ হিসেবে আরও ২৪০ কোটি ডলার দেওয়ার নির্দেশ দিয়েছে। পিএন্ডআইডির ওয়েবসাইটে দেওয়া তথ্যানুযায়ী, ওই চুক্তিতে প্রাকৃতিক গ্যাস পরিশোধন করার জন্য তাদের একটি সর্বাধুনিক গ্যাস প্রসেসিং প্ল্যান্ট তৈরি করা কথা ছিল। কোম্পানিটি জানিয়েছে, চুক্তিটি বাতিল হওয়ার কারণে তাদের প্রতিদিন ১২ লাখ ডলার করে সুদ দিতে হচ্ছে; কিন্তু নাইজেরিয়া সরকারের আইনি টিম এই সুদের দাবিকে ‘অতিরিক্ত’ বলে অভিহিত করেছে। ৯০০ কোটি ডলার নাইজেরিয়ার ঘোষিত বৈদেশিক মুদ্রা চার হাজার ৫০০ কোটি ডলারের প্রায় ২০ শতাংশের সমপরিমাণ। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ