কুড়িগ্রামের উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্য প্রবাহ

কুড়িগ্রামের উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্য প্রবাহ। বুধবার জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে
হবিগঞ্জের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া চা বাগান এলাকা থেকে ২০ বোতল ভারতীয় ফেনসিডিল সহ দুজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গোপন সূত্রের ভিত্তিতে তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই রাকিবুল হাসান শনিবার রাতে তেলিয়াপাড়া চা বাগানে অভিযান চালিয়ে ২০ বোতল ফেনসিডিল সহ নরসিংদি জেলার বানিয়াছল গ্রামের দেলোয়ার হোসেন এর ছেলে মোবারক হোসেন(২৩) এবং একই এলাকার আয়াছ আলীর ছেলে মোক্তার হোসেন (২২) কে গ্রেপ্তার করেন।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) কে এম আজমিরুজ্জামান গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত দুই মাদক ব্যবসায়ীর বিরোদ্ধে মাধবপুর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।