Inqilab Logo

ঢাকা, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২০, ৩০ আষাঢ় ১৪২৭, ২২ যিলক্বদ ১৪৪১ হিজরী
শিরোনাম

টিরিগিরি টক্কায় আবার নিথর মাহবুব

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৯ আগস্ট, ২০১৯, ১২:০১ এএম

দুরন্ত টেলিভিশনের প্রথম ধারাবাহিক নাটক ‘টিরিগিরি টক্কা’ এর প্রথম সিজনের আলোচিত একটি চরিত্র ছিল বজলু চোর। বর্তমানে এই নাটকের দ্বিতীয় সিজন দুরন্ত টিভিতে প্রচার হচ্ছে। শিঘ্রই দ্বিতীয় সিজনে বজলু রূপে আবার হাজির হচ্ছেন মূকাভিনেতা নিথর মাহবুব। ২০ আগস্ট থেকে টানা কয়েকদিন এই নাটকের শুটিংয়ে যুক্ত থাকবেন এই মূকাভিনয় শিল্পী। তবে এর মধ্যে ২১আগস্ট রয়েছে তার অভিনিত একটি মঞ্চ নাটকের প্রদর্শণী। শিশু-কিশোরদের সংগঠন জেনেসিস থিয়েটারের ‘দামাল ছেলে নজরুল’ নামের এই নাটকটিতে নিথর মাহবুব অভিনয়ে যুক্ত হয়েছিলেন প্রয় এক যুগেরও বেশি সময় আগে। তিনি নিজেই মূকাভিনয়ের একটি দল তৈরি করলে মূকাভিনয় আর দলের কাজ নিয়ে ব্যস্ত থাকায় বিভিন্ন দলের হয়ে ফ্রিলেন্স অভিনয় থেকে নিজেকে বিরত রাখেন। তবে কয়েক বছর আগে নিরাপদ খাদ্যের দাবিতে নিখাদ নামে সমাজ সেবামূলক সংগঠনের হয়ে একটি পথনাটকের বেশ কয়েকটি প্রদর্শনীতে অংশগ্রহণ করেছিলেন তিনি। ‘দামাল ছলে নজরুল’ নাটকে অভিনয়ের মাধ্যমে প্রায় সাত বছর পরে নিথর মাহবুব মঞ্চ নাটকের অভিনয়ে ফিরছেন। নাটকটির নির্দেশনা দিয়েছেন নূর হোসেন রানা। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন