Inqilab Logo

শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

কোটচাঁদপুরে কপোতাক্ষ এক্সপ্রেস লাইনচ্যুত

দক্ষিনাঞ্চলের সাথে রেল যোগাযোগ বন্ধ

ঝিনাইদহ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৮ আগস্ট, ২০১৯, ৯:৫৮ পিএম

রাজশাহী থেকে ছেড়ে আসা খুলনা গামী কপোতাক্ষ এক্সপ্রেস ৭১৬ ডাউন ট্রেনটি রোববার সন্ধ্যায় লাইনচ্যুত হয়েছে। ঝিনাইদহের কোটচাঁদপুর স্টেশনের কাছে এসে ট্রেনটি লাইনচ্যুত হয়। ফলে খুলনা থেকে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। এ রিপোর্ট পাঠানো পর্যন্ত (রোববার রাত ৯.৪৫) ঘটনাস্থলে কোন রিলিফ ট্রেন পৌছায়নি। কোটচাঁদপুর রেলষ্টেশনের সহকারী ষ্টেশন মাষ্টার কাউসার মাহমুদ জানান রাজশাহী থেকে ছেড়ে আসা খুলনাগামী কপোতাক্ষ ট্রেনটি কোটচাঁদপুর ষ্টেশন থেকে মাত্র ১ কিলোমিটার পথ যাওয়ার পর কলেজ রেলগেটের কাছে সন্ধ্যা ৭.২০ মিনিটের দিকে ট্রেনটির পিছনের একটা বগি’র চারটি চাকা লাইন চ্যুত। তিনি বলেন, ট্রেনটির গতি একেবারেই কম থাকায় তেমন কোন ক্ষয়ক্ষতি হয়নি। এখন খুলনার সাথে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। বিষয়টি রেল বিভাগের উর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। রিলিফ ট্রেন এলে সোমবার ভোর নাগাদ রেল যোগাযোগ ব্যবস্থা পুনরায় চালু হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রেল দুর্ঘটনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ