চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধের মৃত্যু

নগরীর আগ্রাবাদ চৌমুহনী এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় হাফেজ আব্দুর সাত্তার (৭৪) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।তিনি
সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়নে অভিযান চালিয়ে আব্দুল শাকিল (২১) নামের এক কলেজ ছাত্রকে আটক করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে ১০০পিস সাদা রঙের ইয়াবা উদ্ধার করা হয়।
সোমবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। আটককৃত আব্দুল শাকিল ফতেহপুর গ্রামের আব্দুল মুনাফের ছেলে। সে চৌমুহনী এস এ কলেজের একাদশ শ্রেণির ছাত্র।
সেনবাগ থানার ওসি মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে ফতেহপুর এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ শাকিলকে আটক করা হয়। ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।