Inqilab Logo

মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০৩ বৈশাখ ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য হলেন আতাউর রহমান

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২০ আগস্ট, ২০১৯, ১২:০২ এএম

বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য হলেন অভিনেতা ও নাট্যব্যক্তিত্ব আতাউর রহমান। গত শনিবার আওয়ামী লীগের দপ্তর স¤পাদক ড. আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা গত ২২ ও ২৩ অক্টোবর ২০১৬ সালে অনুষ্ঠিত জাতীয় কাউন্সিলের প্রদত্ত ক্ষমতাবলে আতাউর রহমানকে দলের উপদেষ্টা পরিষদ সদস্য হিসেবে মনোনয়ন দিয়েছেন। আতাউর রহমানের জন্ম ১৯৪১ সালে নোয়াখালীতে। স্কুলজীবন থেকেই সাংস্কৃতিক অঙ্গনে তার পথচলা। ষাটের দশকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকাকালীন ২১ ফেবরুয়ারি উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হল থেকে আব্দুল্লাহ আল মামুনের সঙ্গে প্রথম মঞ্চ নাটক করেন। ১৯৬৮ সালে প্রতিষ্ঠিত নাগরিক নাট্য স¤প্রদায়ের সাধারণ স¤পাদক মনোনীত হন তিনি। পর্যায়ক্রমে নাট্যাঙ্গনে নিজেকে সমৃদ্ধ করেন তিনি। মঞ্চ নাটকের নির্দেশনার পাশাপাশি আতাউর রহমান রেডিও, টেলিভিশনেও অভিনয় করেছেন। লিখেছেন নাট্য বিষয়ক বই। নাট্যসমালোচক, উপস্থাপক, শিক্ষক, নাট্যকার, প্রবন্ধকার ও বক্তা হিসেবেও তার যথেষ্ট সুনাম রয়েছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আওয়ামী লীগ


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ