Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

এসআই শহীদের গানে সৈয়দ আব্দুল হাদী

প্রকাশের সময় : ১০ জুন, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : সম্প্রতি একটি দেশের গানে কণ্ঠে দিলেন বরেণ্য কণ্ঠশিল্পী সৈয়দ আব্দুল হাদী। “সেই দেশেতে জন্ম আমার, যেই দেশেতে ভাঙ্গেরে ঘুম, দোয়েল পাখির শীসে, হাসি কান্না আনন্দ সুখ, যে মাটিতে আছে মিশে, আমি বারে বারে জন্ম নিয়ে আসবো ফিরে, এমন সোনার দেশে”। এমন কথার গানটি লিখেছেন এবং সুর করেছেন গীতিকার ও সুরকার এসআই শহীদ। সঙ্গীত আয়োজন করেছেন সচি শামস্। গানটি মুক্তি পাচ্ছে সিডি চয়েজের ব্যানারে। গানটি করা প্রসঙ্গে এসআই শহীদ বলেন, দেশের গান করতে পেরে এবং এমন একজন বরেণ্য কণ্ঠ শিল্পী গানটি গেয়েছেন বলে মনে অন্যরকম ভালো লাগা কাজ করছে। সৈয়দ আব্দুল হাদী গানটি গাওয়া প্রসঙ্গে বলেন গানটির কথা ও সুর অত্যন্ত শ্রুতি মধুর। নতুনরাও দেশের গান করছে বলে ভালো লাগছে। উল্লেখ্য এসআই শহীদের কথা ও সুরে ঈদ উপলক্ষে দুটি এলবাম মুক্তি পাচ্ছে সিডি জোনের ব্যানারে। “প্রিয় তুই” এবং “সোনা যাদুরে” নামক সবগুলো গান লেখা ও সুর করার পাশা-পাশি ন্যানসির সাথে দুটি  দ্বৈত গানে প্রথম বারের মত কণ্ঠ দিয়েছেন এসআই শহীদ। “প্রিয় তুই” এবং “সোনা যাদুরে” নামক দুটি এলবামে গান গেয়েছেন ফেরদৌস ওয়াহিদ, শফিক তুহিন, শহিদ, রাজিব, শাহরিয়ার রাফাত, রাশেদ, স্মরলিপি, শশি, ফারাবি, শাহরিদ বেলাল  প্রমুখ। সংগীত পরিচালনা করেছেন জেকে, রাফি, রেজওয়ান, রাব্বি আরবি, হৃদয় হাসিন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: এসআই শহীদের গানে সৈয়দ আব্দুল হাদী
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ