Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

তালতলীর সাবেক উপজেলা চেয়ারম্যান কারাগারে

বরগুনা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২০ আগস্ট, ২০১৯, ২:১২ পিএম

দুদকের মামলায় বরগুনার তালতলী উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান মো. মনিরুজ্জামান মিন্টুকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। মঙ্গলবার বরগুনা জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিন চাইলে বিচারক মোহাম্মদ আসাদুজ্জামান তার জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
পানি উন্নয়ন বোর্ডের (পাউবো)’র জমি দখল করে করাতকল করার অভিযোগে ২০১৮ সালে মিন্টুর বিরুদ্ধে মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন। ওই মামলার তদন্তে অভিযোগের সত্যতা পেয়ে চার্জশীট দেন তদন্ত কর্মকর্তা। মামলায় মিন্টু উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন। জামিনের মেয়াদ শেষ হলে তিনি বরগুনা দায়রা ও জেলা জজ আদালতে হাজির হয়ে মঙ্গলবার জামিন আবেদন করেন। আদালত জামিন নামঞ্জুর করে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
মো. মনিরুজ্জামান মিন্টু বরগুনার তালতলী উপজেলার সাবেক চেয়ারম্যান ও তালতলী উপজেলা যুবলীগের সভাপতি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কারাগারে


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ