Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

আইসিজেতে কাশ্মীর ইস্যু তুলে ধরবে পাকিস্তান

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২২ আগস্ট, ২০১৯, ১২:০২ এএম

কাশ্মীর ইস্যুতে ভারতের সঙ্গে বিরোধ আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) নেওয়ার কথা ভাবছে পাকিস্তান। মঙ্গলবার দেশটির পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশি জানিয়েছেন, জাতিসংঘের ম‚ল বিচারিক সংস্থা আইসিজে’তে কাশ্মীর ইস্যু তুলে ধরার সিদ্ধান্ত নিয়েছেন তারা। দেশটির এক স¤প্রচারমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, সব ধরনের আইনগত দিক খতিয়ে দেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এই বিষয়ে এখনও কোনও প্রতিক্রিয়া জানায়নি ভারত। খবরে বলা হয়, নিরাপত্তা পরিষদের ওই বৈঠকের পরে এবার কাশ্মীর ইস্যু জাতিসংঘের ম‚ল বিচারিক সংস্থা আইসিজে’তে নিয়ে যাওয়ার কথা জানালো পাকিস্তান। দেশটির সম্প্রচারমাধ্যম এআরআইকে পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশি বলেন, ‘কাশ্মীর মামলা আমরা আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’ সব ধরনের আইনগত দিক খতিয়ে দেখে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান তিনি। এই মামলার ম‚ল বিষয় হবে কাশ্মীরে ভারতীয় কর্তৃপক্ষের মানবাধিকার লঙ্ঘন। পাকিস্তানের এই সিদ্ধান্তের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনও মন্তব্য করেননি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র। তবে কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ অস্বীকার করে আসছে দিল্লি। ৫ আগস্ট (সোমবার) ভারতীয় সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের মধ্য দিয়ে কাশ্মীরের স্বায়ত্তশাসনের অধিকার কেড়ে নেওয়া হয়। রয়টার্স,ডন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কাশ্মীর


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ