Inqilab Logo

শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

ইদলিব পরিস্থিতি চেয়ে চেয়ে দেখবে না রাশিয়া : ল্যাভরভ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২২ আগস্ট, ২০১৯, ১২:০২ এএম

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, সিরিয়ায় উত্তরাঞ্চলীয় ইদলিব প্রদেশে সন্ত্রাসীদের বিরুদ্ধে যুদ্ধ করতে তার দেশ প্রস্তুত রয়েছে। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, সিরিয়ার রুশ ঘাঁটিগুলোতে সন্ত্রাসীরা হামলা চালালে রাশিয়ার সৈন্যরা তার কঠোর জবাব দেবে। সিরিয়ায় সন্ত্রাসীদের দখলে থাকা একমাত্র প্রদেশ ইদলিবের দক্ষিণাঞ্চলে গত কয়েকদিন ধরে সেনাবাহিনীর সঙ্গে সন্ত্রাসীদের প্রচন্ড সংঘর্ষ হয়েছে। এর জের ধরে মঙ্গলবার প্রদেশের কৌশলগত গুরুত্বপ‚র্ণ ‘খান শায়খুন’ শহর পাঁচ বছর পর পুনরুদ্ধার করেছে সিরিয়ার সেনাবাহিনী। এরপর সন্ত্রাসীরা ওই শহরে পাল্টা হামলা চালানোর হুমকি দেয়ার পর রুশ পররাষ্ট্রমন্ত্রী এ সতর্কবাণী উচ্চারণ করলেন। ল্যাভরভ আরো বলেন,তার দেশ আঙ্কারাকেও জানিয়ে দিয়েছে, সিরিয়ার নিরাপদ অঞ্চলগুলোতে সন্ত্রাসীদের যেকোনো হামলার কড়া জবাব দেয়ার জন্য রুশ সেনারা প্রস্তুত রয়েছে। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেন, সিরিয়ার ইদলিবে ঘোষিত নিরাপদ অঞ্চলগুলোতে রুশ সেনা মোতায়েন রয়েছে এবং তাদেরকে শুধুমাত্র পরিস্থিতি পর্যবেক্ষণ করার জন্য মোতায়েন রাখা হয়নি। পার্সটুডে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ