Inqilab Logo

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

ভোলায় কাজ পরিদর্শন করলেন পাউবোর প্রধান প্রকৌশলী

ভোলা জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ২২ আগস্ট, ২০১৯, ১২:০২ এএম

ভোলায় বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করলেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী মো. হারুন অর রশিদ।

পাউবোর ডিভিশন-১ এর নির্বাহী প্রকৌশলী মো. বাবুল আক্তার জানান, ভোলার ইলিশা, রাজাপুর, শিবপুর, ধনিয়া, বোরহানউদ্দিন, দৌলতখানসহ ৫৬, ৫৭ ফোল্ডার প্রকল্প ও আপদকালীন জরুরি কাজ ও ফোল্ডার প্রকল্পের বিভিন্ন কাজ পরিদর্শন করে তিনি।

এছাড়া ডিভিশন-২ এর নির্বাহী প্রকৌশলী মো. কায়ছার আলম জানান, পাউবো ডিভিশন-২ এর মনপুরা আপদকালীন জরুরি কাজ পরিদর্শন করেন প্রধান প্রকৌশলী এবং আগামীকাল তজুমুদ্দিন ও চরফ্যাশন উপজেলার কাজ পরিদর্শন করবেন তিনি। তিন দিনের সফরে ভোলায় সরকারি কাজ পরিদর্শনে আসেন তিনি।

পাউবোর প্রধান প্রকৌশলী মো. হারুন অর রশিদ জানান, কাজের মান, ডিজাইন, প্রাক্কলন অনুসারে ও সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে যেসব পদক্ষেপ সরকার ও বাপাউবোর পক্ষ থেকে গ্রহণ করা হয়েছে তা সঠিকভাবে বাস্তবায়ন হচ্ছে কিনা তা দেখাই আমার পরিদর্শনের মূল লক্ষ্য। এ সময় তার সাথে ভোলা জেলা পাউবোর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভোলায় কাজ পরিদর্শন
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ