Inqilab Logo

ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০১৯, ৫ আশ্বিন ১৪২৬, ২০ মুহাররম ১৪৪১ হিজরী

টেকনাফে বন্দুকযুদ্ধে ২ রোহিঙ্গা নিহত, ইয়াবা ও অস্ত্র উদ্ধার

বিশেষ সংবাদদাতা, কক্সবাজার | প্রকাশের সময় : ২২ আগস্ট, ২০১৯, ১০:২৮ এএম | আপডেট : ১২:২৮ পিএম, ২২ আগস্ট, ২০১৯

কক্সবাজারের টেকনাফে হোয়াইক্যংয়ে বিজিবির সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুই রোহিঙ্গা নিহত হয়েছে। সেসময় ঘটনাস্থল থেকে ৫০ হাজার ইয়াবা ও অস্ত্র উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (২২ আগস্ট) ভোররাতে হোয়াইক্যংয়ের উলুবনিয়া নাফনদী পয়েন্টে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, কুতুপালং রোহিঙ্গা শিবিরের মৃত সৈয়দ হোসেনের ছেলে মো. সাকের (২২) ও টেকনাফের মুচনী রোহিঙ্গা শিবিরের মোহাম্মদ আলীর ছেলে নুরুল আলম (৩০)।

টেকনাফের ২ বিজিবির উপ-অধিনায়ক মেজর শরীফুল ইসলাম জোমাদ্দার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, নাফনদী দিয়ে ইয়াবার একটি চালান প্রবেশের খবর পেয়ে তারা অভিযানে যান। বিজিবির অবস্থান টের পেয়ে গুলিছুড়লে আত্মরক্ষার্থে বিজিবিও গুলি চালায়। পরে ঘটনাস্থল থেকে দুইজনের মৃতদেহ, অস্ত্র ও ইয়াবা উদ্ধার করা হয়। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বন্দুকযুদ্ধে নিহত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ