সিলেটে আ. লীগের ‘শান্তি সমাবেশে’ নেতাকর্মীদের ঢল

সিলেটে আওয়ামী লীগের ‘শান্তি সমাবেশ’ পরিচালনা করছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ
বাকৃবি সংবাদদাতা : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) সীমানায় অবস্থিত রেললাইনে গতকাল ট্রেনে কাটা পড়ে মো: মমিন (১৮) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। নিহত মমিনের বাবার নাম আব্দুল মোনায়েম। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের হোসেন শহীদ সোহারাওয়ার্দী হল সংলগ্ন লন্ডন ব্রিজ নামক স্থানে এ ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা থেকে ময়মনসিংহগামী আন্তঃনগর কমিউটার ট্রেনে কাটা পড়েছে কিশোরটি। রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো: আলীম উদ্দীন ঘটনার সতত্য নিশ্চিত করে বলেন, খবর পেয়ে খÐিত ওই লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে। মাথা থেতলে যাওয়ায় প্রথমে তার পরিচয় পাওয়া যায়নি। পরে পরিবারের সদস্যরা লাশ শনাক্ত করেছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।