Inqilab Logo

বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

সখিপুরে দুধের শিশু, মহিলা, ওয়ারেন্টভুক্ত ১০জনসহ গ্রেফতার ১২

সখিপুর (টাঙ্গাইল) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২২ আগস্ট, ২০১৯, ৩:১৭ পিএম

টাঙ্গাইলের সখিপুর থানা পুলিশ বুধবার রাতে অভিযান চালিয়ে দুধের শিশু,মহিলাসহ ওয়ারেন্টভুক্ত ১১ আসামীকে আটক করে বৃহস্পতিবার সকালে টাঙ্গাইল আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করেছে। আটককৃতরা হলো-উপজেলার প্রতিমাবংকী গ্রামের মৃত জিন্নত আলীর ছেলে আকবর আলী(৩৫),আকবর আলীর ছেলে রোকন(২৫),রোকনের স্ত্রী খাদিজা বেগম-তাদের বিরুদ্ধে নন জিআর ৪৫/১৯ মামলা রয়েছে। এ মামলায় তারা ওয়ারেন্টভুক্ত আসামী। উপজেলার যাদবপুর গ্রামের সেলিম মিয়ার ছেলে কালন(৩৫)রাইজ উদ্দিনের ছেলে বাবুল মিয়া(৪০),মৃত ইসমাইলের ছেলে সেলিম মিয়া(৫৬)।তাদের বিরুদ্ধে নন জিআর ৩৮/১৯ মামলা রয়েছে। এ মামলায় তারা ওয়ারেন্টভুক্ত আসামী। উপজেলার ঘেচুয়া পশ্চিম পাড়া এলাকার দুলাল খানের স্ত্রী রোকেয়া বেগম(৪০) ছেলে সাগর খান(২০)মজিবরের স্ত্রী সুফিয়া বেগম(৩৬),মজনু মিয়ার স্ত্রী ও দুলাল খানের মেয়ে স্বপ্না আক্তার(৩০)। তাদের বিরুদ্ধে নন জিআর ৪৬/১৯ মামলা রয়েছে। এ মামলায় তারা ওয়ারেন্টভুক্ত আসামী। মহিলা আসামীদের সাথে দুধের ৬মাসের শিশুসহ দুইজন শিশু রয়েছে। এছাড়া ২২/৮/১৯ইং তারিখের সখিপুর থানার মামলা নং১৬ধারা ২০১৮সনের মা.দ.দ্র.নি.আ. ৩৬(১)এর ২৫ বলাৎকার মামলায় উপজেলার গড়গোবিন্দপুর গ্রামের মীর ফজলুল হকের ছেলে মীর স্বপন(৩৫)কে গ্রেফতার করে বৃহস্পতিবার সকালে টাঙ্গাইল আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করেছে এবং ইলু হত্যাকান্ডের সন্দেহাতীত আসামী দাড়িয়াপুর গ্রামের মৃত আবু জাফরের ছেলে বিপ্লবকে গ্রেফতার করেছে সখিপুর থানা পুলিশ। সখিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি তদন্ত) এএইচএম লুৎফুল কবীর বলেন,বিভিন্ন মামলায় ১০জন ওয়ারেন্টভুক্ত আসামী,একজন সখিপুর থানার মামলায় এবং বিপ্লবকে ইলু হত্যাকান্ড মামলায় জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।



 

Show all comments
  • Nannu chowhan the ২২ আগস্ট, ২০১৯, ৫:৪৪ পিএম says : 0
    Polish kivabe shishuke greptar kore?polish golike shishur odhikar shomporke proshikkhoner shomoy porano uchit......
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রেফতার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ