Inqilab Logo

ঢাকা, শুক্রবার, ১০ জুলাই ২০২০, ২৬ আষাঢ় ১৪২৭, ১৮ যিলক্বদ ১৪৪১ হিজরী

পাবনা জেনারেল হাসপাতালে ২৪ ঘন্টায় আরও ৭ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন

পাবনা থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২২ আগস্ট, ২০১৯, ৪:২৬ পিএম

পাবনা জেনারেল হাসপাতালে গত ২৪ ঘন্টায় ৭ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এ নিয়ে বর্তমানে চিকিৎসাধীন আছেন ৩২ জন। হাসপাতালের সহকারি পরিচালক ডা: রঞ্জন কুমার দত্ত আজ বৃহষ্পতিবার এই সংখ্যা নিশ্চিত করে বলেছেন, ডেঙ্গুর প্রকোপ কমে আসছে। আবার বাড়তেও পারে এই সম্ভাবনা এখনও রয়েছে।
সূত্র মতে, যেহেতু ডেঙ্গু আক্রান্ত নতুন রোগী ভর্তি হচ্ছেন , এডিস মশা দমন হয়নি । পাবনা পৌরসভা এখনও মশক নিধনে এখনও কার্যক্রম শুরু করেনি বলে জানা গেছে। এ ব্যাপারে জানতে আজ বিকাল ৪টা ১০ মি: মেয়রকে মোবাইল করলে তিনি রিসিভ না করায় তাঁর বক্তব্য জানা সম্ভব হয়নি।
পাবনা জেনারেল হাসপাতালের সহকারি পরিচালক জানিয়েছেন, হাসপাতাল চত্বর ও আশপাশে মশক নিধন কার্যক্রম শুরু হলে মশা-মাছির উপদ্রব কমে যাবে।

  

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ডেঙ্গু


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ