Inqilab Logo

ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০১৯, ৫ আশ্বিন ১৪২৬, ২০ মুহাররম ১৪৪১ হিজরী

হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন সৌমিত্র

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২২ আগস্ট, ২০১৯, ৫:৩৩ পিএম

কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় গত এক সপ্তাহ হাসপাতালে কাটানোর পর বুধবার বাড়ি ফিরে এসেছেন। পরিবারের পক্ষে জানানো হয়েছে, তিনি এখন অনেকটাই সুস্থ। সৌমিত্র চট্টোপাধ্যায়কে নিউমোনিয়া ও শ্বাসকষ্ট জনিত অসুবিধার কারণে গত সপ্তাহেই বাইপাসের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। একসময় আইসিইউতেও ছিলেন অভিনেতা। পরে তাকে নেয়া হয় জেনারেল কেবিনে। খাবারও খেতে দেওয়া হয়। বর্ষীয়ান এই অভিনেতার অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই চিন্তিত হয়ে পড়েছিলেন শিল্পীমহল। হাসপাতালে তাকে দেখতে গিয়েছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়সহ অনেকেই। ফোন করে খবর নিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। বেশ কিছুদিন ধরেই তিনি অসুস্থ। সংক্রমণ ছড়িয়েছিল ফুসফুসে। ৮৪ বছরের এই বর্ষীয়ান অভিনেতা বার্ধক্যজনিত নানা রোগেও কাবু। চিকিৎসকদের পরামর্শ মতো আপাতত বাড়িতেই বিশ্রাম নেবেন তিনি। তবে অসুস্থতার মাঝেই কিছুদিন আগে পর্যন্ত তিনি অভিনয় করেছেন। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন