Inqilab Logo

ঢাকা, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২০, ৩০ আষাঢ় ১৪২৭, ২২ যিলক্বদ ১৪৪১ হিজরী

ধামরাইয়ে সড়ক দুর্ঘনায় যুবক নিহত

ধামরাই (ঢাকা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২২ আগস্ট, ২০১৯, ৬:৩০ পিএম

ঢাকার ধামরাইয়ের বেলিশ্বর এলাকায় পিকআপ ভ্যান থেকে পড়ে অজ্ঞাতপরিচয় এক যুবকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২২ আগস্ট) দুপুরের দিকে জালসা-বাথুলি সড়কে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, জর্দা বোঝাই একটি পিকআপ ভ্যানের ওপরে বসা ছিলেন ওই যুবকসহ আরও তিনজন। পিকআপটি ধামরাইয়ের জালসা-বাথুলি সড়ক হয়ে বাথুলির দিকে যাওয়ার পথে বেলিশ্বর এলাকায় পিকআপ থেকে ছিটকে সড়কের ওপর পড়লে ঘটনাস্থলেই ওই যুবকের মৃত্যু হয়।
নিহত ওই যুবক মানিকগঞ্জের সাটুরিয়া এলাকার বাসিন্দা ও বাক প্রতিবন্ধী বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে বিস্তারিত পরিচয় জানার চেষ্টা চলছে। এ ঘটনায় ধামরাই থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সড়ক দুর্ঘটনা


আরও
আরও পড়ুন