Inqilab Logo

ঢাকা, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০১৯, ৬ আশ্বিন ১৪২৬, ২১ মুহাররম ১৪৪১ হিজরী

জালে উঠল দু’মুখো মাছ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৩ আগস্ট, ২০১৯, ১২:০১ এএম


আমেরিকার বাসিন্দা ডেবিই গেদেস। সম্প্রতি তিনি স্বামীর সঙ্গে উত্তর আমেরিকার চ্যামপ্লেন লেকে গিয়েছিলেন মাছ ধরতে। সেই সাধারণ মাছ ধরা বদলে গেল যখন তাদের জালে উঠল দু’মুখো একটি মাছ। সেই দিন ওই মাছ দেখে ডেবিই ও তার স্বামীর বিস্ময় বাঁধ ভেঙেছিল।

দু’মুখো সেই মাছের ছবি গত সোমবার নটি বয়েজ ফিশিং নামের একটি ফেসবুক পেজ থেকে পোস্ট করা হয়েছে। তার পরই ভাইরাল হয়েছে সেই পোস্টটি। দু’মুখো মাছের ছবি ছড়িয়ে পড়ার পাশাপাশি এই মাছ দেখে নানা রকমের মন্তব্যে ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা। মাছটির দু’টো মুখ কী করে হল, তা নিয়েই এখন আলোচনা চলছে নেটিজেনদের মধ্যে।
এক দল বলছেন, দু’মুখ নিয়ে জন্মানো এটি বিরল একটি মাছ। তবে কোনও অস্বাভাবিকতার কারণেই দু’টো মুখ। আবার অপর দলের বক্তব্য, আঘাত পেয়ে কেটে গিয়েছিল মাছটির চোয়াল। তা বেড়েই মুখের মতো লাগছে। সূত্র : ইন্টারনেট।

  

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাল


আরও
আরও পড়ুন