Inqilab Logo

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

কাশ্মীর ইস্যু এখন আর ভারতের অভ্যন্তরীণ বিষয় নয় -মুফতী সৈয়দ ফয়জুল করীম

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৪ আগস্ট, ২০১৯, ১২:০০ এএম

ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম শায়খে চরমোনাই বলেছেন, কাশ্মীর ইস্যু জাতিসংঘের নিরাপত্তা পরিষদে আলোচনা হওয়ার পর তা এখন আর ভারতের অভ্যন্তরীণ বিষয় নয়। এটা এখন আন্তর্জাতিক ইস্যু।

এক বিবৃতিতে তিনি বলেন, ভারত সরকার কাশ্মীরকে মৃত্যুপুরিতে পরিণত করেছে। কাশ্মীরের মসজিদগুলো তালাবদ্ধ, গোটা কাশ্মীর জুড়ে কারফিউ জারি করা হয়েছে। তিনি বলেন, ভারতীয় সংবিধানের ৩৭০ ধারা বাতিলের পর কাশ্মীর নিয়ে পরিস্থিতি সংকটাপন্ন হয়ে উঠেছে। জাতিসংঘের কার্যকর ভূমিকার মধ্য দিয়েই এ সঙ্কট নিরসন হতে পারে।

মুফতী ফয়জুল করীম বলেন, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ যেমন শুধুমাত্র এ দেশের অভ্যন্তরীণ বিষয় ছিল না, তেমনিভাবে কাশ্মীর ইস্যু ভারতের অভ্যন্তরীণ বিষয় নয়। এসময় তিনি কাশ্মীরের সাধারণ মানুষদের স্বাধীনতার জন্য বাংলাদেশ সরকারকে সহায়তা করার আহ্বান জানান।

 

 



 

Show all comments
  • মোঃ এমদাদুল হক প্রধান ২৪ আগস্ট, ২০১৯, ১০:০৭ এএম says : 0
    আমরা সত্যের পক্ষে থাকব । আমরা কাশ্মীর মুক্তি চাই। হুজুর সঠিক কথাই বলেছেন।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কাশ্মীর ইস্যু


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ