Inqilab Logo

ঢাকা সোমবার, ১৮ জানুয়ারি ২০২১, ০৪ মাঘ ১৪২৭, ০৪ জামাদিউস সানী ১৪৪২ হিজরী

অধ্যাপক মোজাফফর আহমেদের মৃত্যুতে প্রেসিডেন্টের শোক

বাসস | প্রকাশের সময় : ২৪ আগস্ট, ২০১৯, ১:০৩ পিএম

বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ) সভাপতি অধ্যাপক মোজাফফর আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রেসিডেন্ট মো. আবদুল হামিদ।

এই প্রবীণ রাজনৈতিক নেতার মৃত্যুতে শোক প্রকাশ করে প্রেসিডেন্ট ভাষা আন্দোলন ও মহান মুক্তিযুদ্ধসহ বিভিন্ন গণতান্ত্রিক এবং প্রগতিশীল আন্দোলনে তার অবদানের কথা গভীর কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন।

প্রেসিডেন্ট বলেন, দীর্ঘ জীবনে বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে অধ্যাপক মোজাফফর আহমেদের অবদান মানুষ চিরদিন মনে রাখবে। আবদুল হামিদ বলেন, তার মৃত্যুতে দেশ একজন প্রবীণ রাজনীতিককে হারালো। এতে দেশের রাজনৈতিক অঙ্গনের অপূরণীয় ক্ষতি হয়েছে।

প্রেসিডেন্ট হামিদ মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
প্রবীণ রাজনীতিক অধ্যাপক মোজাফফর আহমেদ আজ রাত ৮টায় রাজধানীর একটি হাসপাতালে মারা যান। তার বয়স হয়েছিল ৯৭ বছর। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আবদুল হামিদ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ