Inqilab Logo

শনিবার, ৩১ জুলাই ২০২১, ১৬ শ্রাবণ ১৪২৮, ২০ যিলহজ ১৪৪২ হিজরী

‘কুছ কুছ হোতা হ্যায়’ রিমেকে করণ জোহরের পছন্দের তালিকায়- রণবীর সিং, আলিয়া ভাট, জাহ্নবী কাপুর

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৫ আগস্ট, ২০১৯, ১২:০২ এএম

এই মুহূর্তে ‘কুছ কুছ হোতা হ্যায়’ রিমেকে হাত দেবার তেম ইচ্ছা নেই করণ জোহরের। তবে যদি তিনি এই কাজটি শুরু করেনই তাহলে রণবীর সিং, আলিয়া ভাট এবং জাহ্নবী কাপুরকে তিনি আগাম পছন্দ করে রেখেছেন ফিল্মটির জন্য। “আমার পছন্দের তালিকায় রণবীর সিং আছে রাহুলের ভূমিকায়। তার মধ্যে শাহরুখ খানের গভীরতা আছে। অঞ্জলির ভূমিকায় আলিয়া ভাটের মধ্যে আছে সেই স্ফুলিঙ্গ টিনার ভূমিকায় জাহ্নবী কাপুরের মধ্যে আছে সেই ভারসাম্য আর স্থৈর্য,” মেলবোর্নে ভারতীয় চলচ্চিত্র উৎসবে করণ বলেন। ১৯৯৮ সালে মুক্তি প্রাপ্ত ‘কুছ কুছ হোতা হ্যায়’ তিন বন্ধু রাহুল খান্না (শাহরুখ) টিনা (রানি মুখার্জি) এবং অঞ্জলির (কাজল) ত্রিভুজ প্রেমের গল্প। সালমান খানও এতে একটি ভূমিকায় অভিনয় করেছিলেন। চলচ্চিত্রটির অবিস্মরণীয় সংলাপ এবং সঙ্গীত এখনও মানুষের মনে আছে। কাস্টিং প্রক্রিয়ার স্মৃতিচারণ করতে গিয়ে করণ বলেন, “শাহরুখের সঙ্গে দেখা ছিল রোমাঞ্চকর। তিনি এবং কাজল আমার প্রথম ফিল্মে কাজ করার জন্য কথা দিয়েছিলেন। আমি তার সঙ্গে দেখা করতে গিয়েছিলাম, হাতে চিত্রনাট্য ছিল না। শুধু একটি দৃশ্যের কথা মাথায় ছিল, সেটিই তাকে বলেছিলাম।” “তিনি আমার চাপাবাজির কাছি বিক্রি হয়ে যান। আমি বলেছিলাম, এই দৃশ্য আপনার পছন্দ হলে আমি পুরোটা আপনাকে বলব, যা ছিল মিথ্যা... টাবু, উর্মিলা (মাতন্দকর), ঐশ্বর্য (রাই বচ্চন) আমাকে ফিরিয়ে দেন। অ্যাশই শুধু ফোন করেছিলেন। রানি নিশ্চিত করতে কয়েক মাস লেগেছিল, আদিত্য চোপড়া তাকে নেয়ার পরামর্শ দিয়েছিলেন।” 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন