Inqilab Logo

বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

দু’টি ক্ষেপণাস্ত্র ছুড়লো উত্তর কোরিয়া

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৫ আগস্ট, ২০১৯, ১২:০২ এএম

ক্রমাগত হারে বেড়েই চলেছে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষার সংখ্যা। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে, শনিবার সকালে জাপান সাগরে দু’টি সন্দেহভাজন স্বল্প দৈর্ঘ্যের ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া। এ নিয়ে দেড় মাসেরও কম সময়ে সাতটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে দেশটি। দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের সামরিক মহড়ার প্রতিবাদে এসব ক্ষেপণাস্ত্র ছোড়া হচ্ছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা হচ্ছে। যৌথ ওই সামরিক মহড়ার বিরুদ্ধে একাধিকবার ক্ষোভ প্রকাশ করেছে দেশটি। সামরিক মহড়াটি বেশ কয়েকদিন আগেই শেষ হয়ে গেছে। এরপরও উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ছোড়ায় উদ্বেগ প্রকাশ করেছে দেশটি। এ খবর দিয়েছে বিবিসি। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে, সকালে দু’টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া। উত্তর কোরিয়ার এমন আচরণে গভীর উদ্বেগ প্রকাশ করেছে তারা। দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অফ স্টাফ (জেসিএস) এক বিবৃতিতে জানিয়েছে, আমাদের সামরিক বাহিনী প্রতিনিয়ত উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে ও সবসময় পাল্টা জবাব দেয়ার জন্য প্রস্তুত রয়েছে। এদিকে জাপানের প্রতিরক্ষামন্ত্রী তাকেশি ইওয়ায়া নিশ্চিত করেছেন যে, ক্ষেপণাস্ত্রগুলো জাপানের জলসীমায় পতিত হয়নি। তবে এই ধরণের কার্যক্রম নিশ্চিতভাবেই জাতিসংঘের নিয়ম লঙ্ঘনের দৃষ্টান্ত। শনিবার এক বিবৃতিতে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের কার্যালয় উত্তর কোরিয়াকে সামরিক উত্তেজনা না বাড়ানোর আহ্বান জানিয়েছে। বলেছে, তারা চায় যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার মধ্যে ফের নিরস্ত্রীকরণ আলোচনা শুরু হোক। উল্লেখ্য, এই বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তর কোরিয়ার সর্বশেষ আলোচনা ব্যর্থ হয়েছে। এরপর থেকেই দেশগুলোর মধ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে। বিবিসি, রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ