Inqilab Logo

ঢাকা, সোমবার, ১০ আগস্ট ২০২০, ২৬ শ্রাবণ ১৪২৭, ১৯ যিলহজ ১৪৪১ হিজরী
শিরোনাম

কলারোয়ায় বজ্রপাতে নিহত এক

সাতক্ষীরা জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ২৫ আগস্ট, ২০১৯, ১২:০১ এএম

সাতক্ষীরার কলারোয়ায় বজ্রপাতে দেলবার হোসেন (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন মিলন (২৮) নামে আরো এক যুবক। শনিবার সকালে কলারোয়া উপজেলার জালালাবাদ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত দেলবার উপজেলার একড়া গ্রামের দুখে দফাদারের ছেলে। আহত মিলন একই উপজেলার জালালাবাদ গ্রামের মান্দার মোল্যার ছেলে।

স্থাণীয় সূত্রে জানা গেছে, সকালে জালালাবাদ মাঠে আমন ধানের চারা রোপন করছিলেন দেলবার, মিলনসহ কয়েকজন। এ সময় বজ্রপাত ঘটলে দেলবারের মৃত্যু হয়।
আহত হন মিলন। আশংকাজনক অবস্থায় উদ্ধার করে মিলনকে প্রথমে কলারোয়া হাসপাতালে ও পরে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে।
কলারোয়া থানার ওসি মনিরুল গিয়াস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বজ্রপাতে নিহত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ