Inqilab Logo

শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

সীমান্তে অবৈধ দেশে ফেরার সময় আটক ৪

জয়পুরহাট জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ২৬ আগস্ট, ২০১৯, ১২:০২ এএম

জয়পুরহাটের পাঁচবিবির কয়া সীমান্ত দিয়ে অবৈধ ভাবে ভারত থেকে দেশে ফেরার সময় ৪ জন বাংলাদেশী কিশোরকে আটক করেছে বিজিবি।
আটকরা হলেন সুনামগঞ্জ সদরের বনগাঁও এলাকার ইরন মিয়ার ছেলে মোশারফ হোসেন (১৮), একই জেলার ছড়ার পাড় গ্রামের কবির হোসেনের ছেলে শাকিল আহম্মেদ (১৫) ও কদমতলী গ্রামের খোরশেদ আলমের ছেলে ফুলমিয়া (১২) এবং নেত্রকোণা জেলার বারহাট্টা গ্রামের আঃ কাদেরের ছেলে কামরুল ইসলাম (১০)।
কয়া ক্যাম্প কমান্ডার আবু সাঈদ বলেন, আটককৃত কিশোররা দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে কাজের সন্ধানে অবৈধভাবে বিনা পাসপোর্টে ভারতে গিয়েছিল। গতকাল রোববার দুপুরে তারা কয়া সীমান্ত দিয়ে অবৈধ ভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করছিল এসময় দায়িত্বরত বিজিবি সদস্যরা তাদের আটক করে। অবৈধভাবে দেশে অনুপ্রবেশের দায়ে তাদেরকে আটক করে পাঁচবিবি থানায় সোপর্দ করা হয়।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ