Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

পিডিবি কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৭ আগস্ট, ২০১৯, ১২:০০ এএম

প্রায় সাড়ে ৪ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে রংপুর বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) আঞ্চলিক উপ-পরিচালক মোহাম্মদ রবিউল হোসাইনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল সোমবার সংস্থার দিনাজপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জাহিদ কালাম বাদী হয়ে এ মামলা করেন।
এজাহারের তথ্য মতে, রবিউল হোসাইন ২০১০ সালের মার্চে পিডিবির দিনাজপুর আঞ্চলিক কার্যালয়ে উপ-পরিচালক হিসেবে যোগদান করে ২০১৫ সালের নভেম্বর পর্যন্ত দায়িত্ব পালন করেন। এ সময়ের মধ্যে দিনাজপুরের বাংলাদেশ কমার্স ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক এবং স্ট্যান্ডার্ড ব্যাংকের ২০টি হিসাব খুলে এফডিআর, এমএসডি, এমটিডি ও সঞ্চয়ী হিসেবে ৪ কোটি ২১ লাখ ৯২ হাজার ১৮০ টাকা জমা করেন। পরে তা অন্যত্র সরিয়ে নেন। এই অভিযোগে তার বিরুদ্ধে মানিলন্ডারিং প্রতিরোধ আইনের ৪ (২) ও (৩) ধারায় এজাহার রুজু করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ