Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

মালদ্বীপের সাবেক ভাইস প্রেসিডেন্টের কারাদন্ড

প্রকাশের সময় : ১১ জুন, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : মালদ্বীপের প্রেসিডেন্ট আব্দুল্লাহ ইয়ামিনকে হত্যার পরিকল্পনার অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন দেশটির সাবেক ভাইস প্রেসিডেন্ট আহমেদ আদিব। গেল বছরের ২৮ সেপ্টেম্বর সউদি আরব থেকে হজ শেষে দেশে ফেরেন প্রেসিডেন্ট ইয়ামিন। বিমানবন্দর থেকে প্রেসিডেন্টকে বহনকারী বোটটি রাজধানী মালের কাছাকাছি পৌঁছানোর পর বোটে ঘটা রহস্যময় এক বিস্ফোরণ থেকে অল্পের জন্য রক্ষা পান তিনি। কিন্তু বিস্ফোরণে তার স্ত্রী, এক সহকারী ও এক দেহরক্ষী আহত হন। বিস্ফোরণের পরপরই এ ঘটনায় আদিব জড়িত বলে গুঞ্জন শুরু হয়। মালদ্বীপের সংবিধান অনুযায়ী, প্রেসিডেন্ট মারা গেলে, অক্ষম হয়ে পড়লে বা পদত্যাগ করলে ভাইস প্রেসিডেন্ট তার স্থলাভিষিক্ত হবেন। ঘটনার পরপরই নিজ সরকারের প্রতিরক্ষামন্ত্রীকে বরখাস্ত করেন প্রেসিডেন্ট ইয়ামিন। এর সপ্তাহখানেকের মধ্যেই বেশ কয়েকজন জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তাও চাকরিচ্যুত হন এবং তৎকালীন ভাইস প্রেসিডেন্ট আহমেদ আদিব বিশ্বাস ভঙ্গের দায়ে গ্রেপ্তার হন। গত বৃহস্পতিবার আদিবকে ১৫ বছরের কারাদ- দেওয়া হয়। একদিন পরই গতকাল শুক্রবার আগ্নেয়াস্ত্র রাখার অভিযোগে আরও ১০ বছর কারাদ-ে দ-িত হন তিনি। তবে ওই বিস্ফোরণের ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগ প্রত্যাখ্যান করেছেন আদিব। বোমা বিস্ফোরণ ধরে নিয়েই আইনি কার্যক্রম পরিচালিত হলেও যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) দাবি করেছে, কোনো বোমা বিস্ফোরিত হয়নি। গেল বছরের জুলাইয়ে মাত্র ৩৩ বছর বয়সে মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট হন আদিব। তার ভাইস প্রেসিডেন্ট হওয়ার পেছনে কলকাঠি নেড়েছিলেন খোদ প্রেসিডেন্ট ইয়ামিন। তিনি বিশ্বাসঘাতকতার অভিযোগে আগের ভাইস প্রেসিডেন্টকে পদচ্যুত করেন এবং প্রেসিডেন্ট বা ভাইস প্রেসিডেন্ট হওয়ার জন্য বয়স সীমা কমিয়ে ৩৫ থেকে ৩০ করেন। সাম্প্রতিক বছরগুলোতে মালদ্বীপে চরম রাজনৈতিক সংকট চলছে। আদিবের আইনজীবী মোসা সিরাজ বলেন, অপরাধ আদালত আমাকে এই বিচার অন্যায্য বলা থেকে বিরত রেখেছে। কিন্তু আমরা সজাগ আছি এবং দ্রুত আপিল করার প্রস্তুতি নিচ্ছি। আদিবের দ্বিতীয় স্ত্রী মরিয়ম নাশওয়া বলেন, কোনো বিবেচনাতেই এটা ন্যায়বিচার নয়। আদিবের দুই দেহরক্ষীকেও তাদের ভূমিকার জন্য ১০ বছর করে কারাদ- দেওয়া হয়েছে। বিবিসি, রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মালদ্বীপের সাবেক ভাইস প্রেসিডেন্টের কারাদন্ড
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ