Inqilab Logo

ঢাকা, সোমবার, ০৩ আগস্ট ২০২০, ১৯ শ্রাবণ ১৪২৭, ১২ যিলহজ ১৪৪১ হিজরী

সঙ্গীতাঙ্গনে ফিরেছেন আলাউদ্দিন আলী

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৯ আগস্ট, ২০১৯, ১২:০১ এএম

দীর্ঘদিন অসুস্থ্য থাকার পর সুস্থ্য হয়ে সঙ্গীতাঙ্গনে ফিরেছেন দেশের প্রখ্যাত সঙ্গীত পরিচালক, সুরকার আলাউদ্দিন আলী। দীর্ঘ প্রায় ৯ মাস পর তিনি গানে ফিরেছেন। গত মঙ্গলবার সন্ধ্যায় ফোয়াদ নাসের বাবুর স্টুডিওতে হাজির হয়েছিলেন তিনি। একটি দেশের গানের রেকোর্ডিং করেছেন। মুক্তিযুদ্ধ চেতনায় দীপ্ত, পিতার পতাকা হাতেÑ এমন কথার গানটি লিখেছেন সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক। প্রয়াত কবির লেখা এই গানটির সুর করেছেন আলাউদ্দিন আলী। গানটির সংগীতায়োজন করেছেন ফোয়াদ নাসের বাবু। গানটিতে কণ্ঠ দিয়েছেন আলাউদ্দিন আলীর স্ত্রী সঙ্গীতশিল্পী ফারজানা আলী মিমি। জানা যায়, অনেক দিন আগে গানটির সুর করেছিলেন আলাউদ্দিন আলী। অল্প কিছু কাজ বাকি ছিল। তা শেষ করে গানটি রেকর্ড করা হয়েছে। শিগগিরই গানটি প্রকাশ হবে। স্টুডিও সংশ্লিষ্ট একজন জানান, আলাউদ্দিন আলী স্যার অনেক দিনে পর স্টুডিওতে ঢোকার সাথে সাথে উৎফুল্ল হয়ে ওঠেন। আবেগে আমাদেরও চোখ ভিজে আসছিল। উনার ৪০-৪৫ বছরের সঙ্গী, আরেক গুণীজন ফোয়াদ নাসের বাবু ভাইকে সেই আগের মতই একটু একটু করে গাইড করছিলেন। সবাই এই গুণী সঙ্গীতজ্ঞের জন্য দোয়া করবেন যেন উনি পুরোপুরি সুস্থ হয়ে ওঠেন। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সঙ্গীতাঙ্গন
আরও পড়ুন