Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

হরিণাকুন্ডু পৌর মেয়রের এক বছরের কারাদন্ড ও জেল জরিমানা

ঝিনাইদহ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৯ আগস্ট, ২০১৯, ৩:০৭ পিএম

বিদ্যুৎ কেন্দ্র ভাংচুর ও কর্মচারীকে মরধরের অভিযোগ ঝিনাইদহের হরিণাকুন্ডু পৌরসভার মেয়র ও হরিণাকুন্ডু পৌর আওয়ামীলীগের একাংশের সভাপতি শাহিনুর রহমান রিন্টুকে এক বছরের কারাদন্ড ও আর্থিক জরিমানা করেছে ঝিনাইদহের একটি আদালত। বৃহস্পতিবার দুপুরে ঝিনাইদহ জুডিশিয়াল তৃতীয় আদালতের বিচারক এম এ আজহারুল ইসলাম এই আদেশ দেন। ঝিনাইদহ চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের নাজির সোহেল রানা এ তত্য রিশ্চত করেন। ঝিনাইদহ পল্লী বিদ্যুৎ সমিতির আইন উপদেষ্টা এড মোঃ আবু তালেব জানান, ২০১৫ সালের ১৩ জুলাই বেআইনী জনতা নিয়ে হরিণাকুন্ডু পৌরসভার মেয়র শাহিনুর রহমান রিন্টু স্থানীয় পল্লী বিদ্যুতের উপকেন্দ্রে হামলা চালিয়ে ভাংচুর ও কর্মচারী ইউসুফকে মারধর করেন। এ ঘটনায় হরিণাকুন্ডু পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম বাদী হয়ে ৫জনকে আসামী করে হরিণাকুন্ডু থানায় মামল করেন। মামলায় ৭ জন সাক্ষির সাক্ষ্য গ্রহন শেষে বৃহস্পতিবার দুপুরে বিজ্ঞ বিচারক পৌর মেয়র শাহিনুর রহমান রিন্টুকে এক বছর কারাদন্ড ও এক হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ২০ দিনের কারাদন্ড প্রদান করেন। বাকী ৪ আসামীকে বেকসুর খালাস প্রদান করেন। সরকার পক্ষে এপিপি স্বপন কুমার মিত্র ও আসামী পক্ষে এড আব্দুল্লাহ আল মামুন মামলাটি পরিচালনা করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জরিমানা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ