Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

বাঁশখালীতে ‘বন্দুকযুদ্ধে’ নৌদস্যু নিহত, ১৩টি অস্ত্র উদ্ধার

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ৩০ আগস্ট, ২০১৯, ৩:২৪ পিএম

চট্টগ্রামের বাঁশখালীতে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মো. ইরান (৩৫) নামে এক নৌদস্যু নিহত হয়েছে। সেখান থেকে ১৩টি অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকাল সোয়া ৮টার পর বাঁশখালীর পূর্ব চাম্বল এলাকায় এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে। নিহত মো. ইরান পূর্ব চাম্বল এলাকার মো. সিরাজ ওরফে সিরাজ ফকিরের ছেলে। তার বিরুদ্ধে ডাকাতি ও দস্যুতার ১০টির বেশি মামলা রয়েছে বলে জানান র‌্যাবের কর্মকর্তারা।
র‌্যাব-৭ চট্টগ্রামের মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মো. মাশকুর রহমান বলেন, বাঁশখালীর পূর্ব চাম্বলে র‌্যাবের টহল দলের সঙ্গে নৌদস্যুদের বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। পরে ঘটনাস্থল থেকে একজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়। সেখান থেকে একটি বিদেশি পিস্তলসহ ১৩টি অস্ত্র, গুলি ও দেশিয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এনিয়ে চলতি বছরে বাঁশখালীতে কথিত বন্দুকযুদ্ধে ছয় জনের প্রাণ গেলো।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বন্দুকযুদ্ধ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ