Inqilab Logo

শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

স্যাটেলাইট ছবিতে আমাজন অগ্নিকান্ডের ভয়াবহতা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩১ আগস্ট, ২০১৯, ১২:০০ এএম

মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা কর্তৃক প্রকাশিত স্যাটেলাইট ছবিতে আরও একবার ফুটে উঠলো অ্যামাজনের অগ্নিকান্ডের ভয়াবহতা। স্যাটেলাইট ছবিতে অ্যামাজনের আগুন থেকে নির্গত ধোঁয়া ও তাপও স্পষ্ট বোঝা যাচ্ছে। এক বিবৃতিতে সংস্থাটি জানায়, ওই অঞ্চলে তাপমাত্রা বেড়ে গেছে ২২০ ডিগ্রি পর্যন্ত।
১৫ আগস্ট থেকে জ্বলছে ব্রাজিলের অ্যামাজন জঙ্গল। এরমধ্যেই গত বৃহস্পতি থেকে শুক্রবারের মধ্যে নতুন করে অ্যামাজনের এক হাজার ২০০টি স্থানে আগুন ছড়িয়ে পড়েছে। নতুন করে আগুন ছড়িয়ে পড়ার পর কেন্দ্রীয় সরকারের শরণাপন্ন হয়েছে ছয়টি রাজ্য। বিভিন্ন স্থানে ভয়াবহ রকমের আগুনের কুন্ডলী তৈরি হয়েছে। এসব রাজ্যের কর্তৃপক্ষ আগুন নিয়ন্ত্রণে সামরিক বাহিনীর সহায়তা চাইছে। সেনা সহায়তা চাওয়া রাজ্যগুলো হচ্ছে পারা, রন্ডোনিয়া, রোরাইমা, টোকানটিন্স, একর এবং ম্যাটো গ্রোসো। এরমধ্যে রন্ডোনিয়া প্রদেশে ইতোমধ্যেই সামরিক বাহিনীর বিমান থেকে পানি ঢালার কাজ শুরু হয়েছে।
গত ২৩ আগস্ট নাসার ইকোসিস্টেম স্পেসর্বোন থার্মাল রেডিওমিটার এক্সপেরিমেন্ট (ইকোস্ট্রেস) এই ছবিগুলো তলে। সেখানে ঘন কালো ধোয়ার উপস্থিতি টের পাওয়া যায়। একইসঙ্গে তাদের তাপ পরিমাপের সর্বোচ্চ সক্ষমতা ২২০ ডিগ্রি তাপমাত্রা বেড়েছে বলে পর্যবেক্ষণে জানিয়েছে তারা।
আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে এই ছবি তোলা হয়। এতে করে একটি স্থানের বিভিন্ন সময়ের ছবি তুলে সেটা নিয়ে বিশ্লেষণ করেন বিজ্ঞানীরা। নাসা জানায়, ইকোস্ট্রেসের দেওয়া ছবিতে অ্যামাজনের পরিস্থিতির পর্যবেক্ষণ খুব ভালো করে করা সম্ভব।
এর আগে স্যাটেলাইট ছবি গবেষণা করে ব্রাজিলের ন্যাশনাল ইন্সটিটিউট অফ স্পেস রিসার্চ (ইমপে) জনিয়েছিলো, গত জানুয়ারি মাস থেকে অগাস্ট মাস পর্যন্ত অ্যামাজন বনে ৭২,৮০০টি আগুন লাগার ঘটনা ঘটেছে।
আবহাওয়াবিদ জোসেলিয়া পেগোরিম বলেছিলেন, স্যাটেলাইট ছবিতে দেখা গেছে যে, ব্রাজিলের রাজ্য রোনডোনিয়া এবং অ্যার্কে এবং প্রতিবেশী বলিভিয়া এবং প্যারাগুয়ের বিশাল আগুন থেকে ধোঁয়ার উৎপত্তি হওয়ার পর সেটা দক্ষিণ দিকে ভেসে আসছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: স্যাটেলাইট


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ