Inqilab Logo

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

সাভারে ডেঙ্গু আক্রান্ত কলেজ শিক্ষকের স্ত্রীর মৃত্যু

সাভার থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১ সেপ্টেম্বর, ২০১৯, ৩:৩৩ পিএম

ঢাকার সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় খাদিজা আক্তার (৪২) নামে এক কলেজ শিক্ষকের স্ত্রীর মৃত্যু হয়েছে।
শনিবার দিবাগত গভীর রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।
নিহত খাদিজা বেগম সাভার পৌর এলাকার ছায়াবীথি মহল্লায় পরিবার নিয়ে ভাড়া বাসায় থাকতেন। তার স্বামী হাবিবুর রহমান আশুলিয়া স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক। তার গ্রামের বাড়ি বরিশালের ভান্ডারিয়া এলাকায়।
নিহতের স্বামী হাবিবুর রহমান জানান, গত ২৬ আগষ্ট তার স্ত্রী খাদিজা বেগম জ্বরে আক্রান্ত হলে প্রথমে সাভারের সুপার ক্লিনিকে নিয়ে চিকিৎসা দেন। এসময় তার ডেঙ্গু ধরা পড়লেও শারিরিক অবস্থা তুলনামূলক ভাল থাকায় হাসপাতালে ভর্তি না রেখে খাদিজা বেগমকে বাসায় নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে শনিবার বিকেলে তার শারিরীক অবস্থার অবনতি হলে দ্রুত এনাম মেডিকেল হাসপাতালের আইসিওতে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গভীররাতে সে মারা যায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ডেঙ্গুতে মৃত্যু


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ