Inqilab Logo

শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

বাংলাদেশ ব্যাংকের সুযোগ থেকে বঞ্চিত বগুড়ার গ্রাহকরা

বগুড়া ব্যুরো : | প্রকাশের সময় : ২ সেপ্টেম্বর, ২০১৯, ১২:০০ এএম

বাংলাদেশ ব্যাংকের নতুন নিয়ম অনুযায়ী বিভিন্ন ব্যাংকের খেলাপি ঋণ গ্রহীতাদের মূল ঋণের টাকার ২ শতাংশ এককালীন জমা দিয়ে এক বছরের গ্রেস পিরিয়ডসহ ১০ বছরের কিস্তি সুবিধার সুযোগ পাচ্ছে না ঢাকা ব্যাংক বগুড়া শাখার গ্রাহকরা। তাদের অভিযোগের আঙ্গুল উঠছে শাখাটির ভাইস প্রেসিডেন্ট ও রিজিওনাল ম্যানেজারের বিরুদ্ধে।

বিভিন্ন ঋণ গ্রহীতাদের ভাষ্যমতে জানা যায়, তারা বাংলাদেশ ব্যাংকের সার্কুলার অনুযায়ী আবেদন করতে গেলে ব্যাংকটির ম্যানেজার ফারুক আহম্মেদ আবেদন গ্রহণ করেননি। তারা বলেন, প্রাণপণ চেষ্টা করে তারা ব্যাংকের পাওনা পরিশোধ করতে চাইলেও ব্যাংক ম্যানেজারের অসহযোগিতায় তারা তা পারছেন না। অভিযোগ রয়েছে তাদের সিকিউরিটি চেক ব্যবহার করে চেক ডিজঅনারের মামলা করে চরম ভাবে নাজেহাল করা হচ্ছে। উদাহরণ দিয়ে শাহাবুল আলম পিপল নামে একজন বলেন, তার নামে ৩টি চেক ডিজঅনারের মামলা ও একটি অর্থঋণ আদালতে মামলা করা হয়েছে। একইভাবে অন্যরাও জানান, তাদের কারো কারো বিরুদ্ধে ১২ টি চেক ডিজঅনারের মামলারও রেকর্ড রয়েছে। এর ফলে তারা সামাজিকভাবে হেয় এবং ঠিকমত ব্যবসা বাণিজ্য করতে পারছেন না।

তবে অভিযোগকারী খেলাপী ঋণ গ্রহীতাদের অভিযোগ সত্য নয় বলে জানিয়ে ঢাকা ব্যাংক বগুড়া শাখার ভাইস প্রেসিডেন্ট ও রিজিওনাল ম্যানেজার বলেন, উল্লেখিত ঋণ গ্রহীতারা সবাই খেলাপী তারা ব্যাংকের সাথে কোনো সহযোগিতাই করেন না। নিয়মানুযায়ী তারা দরখাস্ত নিয়ে আসলে কেন তা নেয়া হবে না।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাংলাদেশ ব্যাংক

২৫ আগস্ট, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ