Inqilab Logo

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

নৌকার সাঁকোয় নদী পারাপার

প্রকাশের সময় : ১২ জুন, ২০১৬, ১২:০০ এএম

পাবনা জেলা সংবাদদাতা

পাবনার ভাঙ্গুড়া পৌর এলাকায় বড়াল নদীর ওপর বেইলি ব্রিজের সংস্কার কাজ ফেলে দীর্ঘদিন এটি বন্ধ থাকায় জনদুর্ভোগ বৃদ্ধি পেয়েছে। পৌরসভার দু’পার্শ্বের বাজারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সংযোগ ব্রিজের ওপর দিয়ে যানবাহন ও মানুষজন চলাচল করতে পারছে না। নদী পারাপারের জন্য কলেজ পাড়ায় একটি ফুট ব্রিজ থাকলেও সেখানে প্রতিদিন প্রচ- যানজট সৃষ্টি হচ্ছে। স্থানীয় বাসিন্দরা নৌকার সাথে নৌকাযুক্ত করে নৌকা সাঁকো তৈরি করেছে। সূত্র মতে এই নৌকা সাঁকোর ওপর দিয়ে পারাপারেও ঝুঁকি রয়েছে। বিকল্প পারাপারের জন্য ঝুঁকি নিয়েই মানুষজন নৌকা সাঁকোর ওপর দিয়ে চলাচল করছেন। স্থানীয় লোকজন জানান, প্রায় চার মাস আগে সড়ক ও জনপথ বিভাগ ব্রিজটির সংস্কার কাজ শুরু করে। তিন মাসের মধ্যে ব্রিজের কাজ শেষ করার কথা থাকলেও তা শেষ হয়নি। বন্ধ রয়েছে সংস্কার কাজ। বেইলি ব্রিজের সংস্কার কাজ না হওয়ায় পণ্যসামগ্রী, যানবাহন, মানুষজন চলাচল করতে পারছেন না। ব্যবসায়ীরা আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। প্রকৌশলী সুলতান মাহমুদ সাংবাদিকদের জানান, গার্ডারের নিচের বাঁশের ক্রেইজিং চাপ নিতে না পারায় সংস্কার কাজ বিঘিœত হয়ে পড়ে। পাবনা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলীর সাথে মঙ্গলবার মোবাইলে যোগাযোগ করলে, তিনি বলেন, বেইলি ব্রিজের কাজ শুরু করা হয়েছে। কয়েক দিনের মধ্যে কাজ শেষ হবে বলে তিনি আশা প্রকাশ করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নৌকার সাঁকোয় নদী পারাপার
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ