Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

দাদা-দাদির গল্পে ইসলাম গ্রহণের অনুপ্রেরণা পাই

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২ সেপ্টেম্বর, ২০১৯, ৪:২৮ পিএম

আমেরিকান বংশোদ্ভূত আইরিশ নাগরিক অ্যাঞ্জেলা মুরি। জন্মসূত্রে খ্রিস্ট ধর্মাবলম্বী হলেও ২০১৬ সালে ইসলাম গ্রহণ করেন। সম্প্রতি সায়েন্স অ্যান্ড ফেইথ ডটকমে দেয়া এক সাক্ষাৎকারে তিনি তার মুসলমান হওয়ার কারণ ব্যাখা করেন। তিনি জানান, তিনি পারিবারিক ধর্মবিশ্বাসে কখনো আশ্বস্ত হতে পারেননি। সে থেকেই অন্যান্য ধর্ম সম্পর্কে জানতে শুরু করেন। অবশেষে দাদা-দাদির কাছে গল্প শুনে ইসলামী বিশ্বাস ও মূল্যবোধে আশ্বস্ত হন এবং এই ধর্ম গ্রহণ করেন।

সাক্ষাৎকারে অ্যাঞ্জেলা বলেন, ‘আমার দাদা-দাদি সব সময় আমাকে স্রষ্টা সম্পর্কে বলতেন। সত্যি বলতে ধর্মীয় গল্প শুনে শুনে আমি বড় হয়েছি। ১০ বছর বয়সে অন্য আমেরিকান শিশুদের মতো আমাকেও ক্যাথলিক বোর্ডিং স্কুলে পাঠানো হয়। দুই বছর আমি ক্যাথলিক আবাসিক স্কুলে ছিলাম। তবে তা আমার চিন্তায় কোনো পরিবর্তন আনতে পারেনি। শুধু একটি জিনিস আমার কাছে পরিষ্কার হয়। তা হলো, আমি ক্যাথলিক নই।’

ক্যাথলিক স্কুল ছাড়ার পর এক মুসলমানের সাথে পরিচয় হয় অ্যাঞ্জেলার। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা ইসলাম সম্পর্কে আলাপ-আলোচনা শুরু করি। আমি ইসলামের নানা বিষয়ে তাকে প্রশ্ন করতাম। তবে তার উত্তরে সন্তুষ্ট না থেকে নিজেও সে সম্পর্কে পড়তাম। অনলাইনে আমি ইসলাম সম্পর্কে প্রচুর পড়লাম। আমি অনুভব করলাম আমার চিন্তায় পরিবর্তন আসছে। আমার দাদা-দাদির মুখে যা শুনেছিলাম তার সঙ্গে ইসলামের অনেক মিল খুঁজে পেলাম।’

আমি পবিত্র কোরআন পড়ার সিদ্ধান্ত নিলাম। পড়ার পরে আমি বিস্মিত হয়ে ভাবলাম, এটিই তো আমি সারা জীবন খুঁজেছি এবং এটি এমন সুন্দর করে আর কেউ বলেনি। পবিত্র কোরআন আমার বিশ্বাস ও বোধে পরিবর্তন আনল। আমি স্বস্তি ও প্রশান্তি খুঁজে পেলাম। অবশেষে ইসলাম গ্রহণের সিদ্ধান্ত নিলাম। আলহামদুলিল্লাহ!’

 



 

Show all comments
  • Shahinur islam ২ সেপ্টেম্বর, ২০১৯, ৯:০৩ পিএম says : 0
    Allah take kobol koren.sokol peresani dor koren.sokol nirapotta dan koren.
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দাদা-দাদি
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ